শিক্ষা খবর

অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওর বিষয়ে কথাবার্তা হচ্ছে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের নিষেধ আছে। তবে, বেসরকারি কলেজগুলোর অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওর বিষয়ে কথাবার্তা হচ্ছে। Education Minister Dr. Dipu Moni said the government has banned the opening of new honors courses in private colleges. However, Honors-Masters teachers of private colleges are talking about MPO.

শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সিংহভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কাজেই তাদের কী করে অনেক বেশি কর্মমুখী শিক্ষা দিয়ে তৈরি করা যায়, সেই লক্ষ্যে কাজ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না। লেখাপড়া শেষ করে বেকার থাকবে- এমন ধরনের শিক্ষাব্যবস্থা চাই না।’

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের কীভাবে প্রস্তুত করা যায়, সে বিষয়ে ভাবছি।’

করোনা মহামারির কারণে শিক্ষার্থী উপস্থিতি এখনো ৭০ শতাংশ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকেরা এখনো তাদের ছেলেমেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে চান না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষামন্ত্রী পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে এক কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন আনোয়ার হোসেনসহ অনেকে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group