জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফলে যারা কাঙ্খিত ফলাফল পাননি তারা চাইলে এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুনঃনিরীক্ষণ রেজাল্ট নোটিশ ২০১৯ আবেদন করতে পারবেন। এনইউ এর এল এল বি রেজাল্ট পুন:নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।National University LLB Last Part Exam Result Rescrutiny Online Application Process 2020 available On daily result bd website.
NU LLB Result Online Rescrutiny আবেদনের সময়সীমাঃ অনলাইনে ৫ জুন ২০২০ তারিখ সকাল ১০ টা থেকে জুলাই ২০২০ তারিখ বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য নির্ধারিত ফি জুলাই ২০২০ তারিখ বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে।
২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
আবেদন ফিঃ পত্র প্রতি ৮০০ টাকা।
২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে
Online আবেদনের নিয়ম / পদ্ধতিঃ এই http://202.51.179.36/PMS/Student/Rescrutiny.aspx লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে।
NOTE/সতর্কতাঃ নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না। National University LLB Rescrutiny/ Re Check/ Challenge/ Re Call Result.
Read More– জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট/ফলাফল
NU LLB Rescrutiny ফলাফলঃ পুনঃনিরীক্ষণের/ চ্যালেঞ্জের Result প্রকাশ হওয়ার পর আবেদনের সময় প্রদত্ত আপনার ব্যক্তিগত নম্বরে জানিয়ে দেওয়া যাবে। এছাড়াও উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি Daily Result BD তেও প্রকাশ করা হবে।