শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাথমিকের পর এবার মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা

প্রাথমিকের পর এবার মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে গত ৪ জুন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকের পর গতকাল বুধবার মাধ্যমিক স্তরের শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি-বেসরকারি পর্যায়ের মাধ্যমিক স্তরের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে ৮ জুন (আজ বৃহস্পতিবার)। এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শ্রেণি কার্যক্রম ফের শুরু হবে আগামী রবিবার।

এর আগে গত মঙ্গলবার মাধ্যমিকের সংযুক্ত প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম, মাদরাসার ইবতেদায়ি স্তরের শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আর গতকাল মাদরাসার দাখিল স্তরের শ্রেণি কার্যক্রম বন্ধেরও ঘোষণা দেওয়া হয়। তীব্র গরমের কারণে আজ বৃহস্পতিবার সব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৭ জুন) রাতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের ভোকেশনাল শাখার পরিচালক মো. সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

এর আগে বৃহস্পতিবার হাইস্কুল ও মাদ্রাসার ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয় তীব্র তাপপ্রবাহের কারণে। এর আগে তীব্র দাবদাহের কারণে গত রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়।

এরপর গত সোমবার গরমের কারণে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পাঠদানও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) স্থগিত রাখাসহ বেশ কিছু নির্দেশনা মানতে বলা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group