শিক্ষা খবরশিক্ষা নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১১ মে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১১ মে।মঙ্গলবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানিয়েছেন। পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে গত ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়, তা মঙ্গলবার (১০ মে) শেষ হচ্ছে। এতে আগামীকাল বুধবার (১১ মে) থেকে যথারীতিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে বুধবার (১১ মে) খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এরআগে গত ১৮ এপ্রিল থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত ২৩ দিন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Classes at Shahjalal University of Science and Technology start on May 11, the university’s registrar Muhammad Ishfaqul Hossain said on Tuesday (May 10). On the occasion of Holy Shab-i-Qadr, Eid-ul-Fitr, and the great May Day, the university holidays started on April 17 and ended on Tuesday (May 10). Shahjalal University of Science and Technology (SHUST) will reopen on Wednesday (May 11) after the holy Eid-ul-Fitr holiday. Earlier, the university administration announced a 23-day holiday from April 17 to Tuesday (May 10).

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group