শিক্ষা খবরশিক্ষা নিউজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত। আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি জানিয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়েছে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৯ এবং ১৭ এপ্রিল (রোববার) ইস্টার সানডের নির্ধারিত ছুটি বহাল থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষিত ছুটির পরিবর্তে ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Eid holiday at Begum Rokeya University from 26 April to 5 May. All academic and administrative activities at Begum Rokeya University will be closed from April 26 to May 5. An office order signed by the university’s registrar engineer Mohammad Alamgir Chowdhury was issued on Wednesday. Besides, the Bengali New Year 1429 on Thursday and Easter Sunday on April 17 (Sunday) will remain in force, the press release said. On the occasion of Eid-ul-Fitr, Begum Rokeya University of Rangpur has announced a holiday from April 26 to May 5. The holiday has been rescheduled from April 26 to May 5 instead of the previously announced holiday. The matter was informed in a press release sent from the public relations department of the university on Wednesday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group