ক্যারিয়ারশিক্ষা খবর

সরকারি চাকরিতে প্রবেশের বয়সবৃদ্ধি হচ্ছেনা

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পূর্ব থেকেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। করোনার কারণে দীর্ঘ ১৮ মাস চাকরির পরীক্ষা বন্ধ থাকায় এই দাবি আরও জোরালো হয়। সংক্রমণ কমার পর প্রার্থীরা বিষয়টি নিয়ে জোরালো আন্দোলন শুরু করলে সরকার করোনাকালীন ক্ষতি বিবেচনায় চাকরিপ্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দেয়। তবে এটিকে চাকরি প্রত্যাশীদের সাথে প্রহসন বলে আখ্যা দিয়েছেন আন্দোলনরতরা।

সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা। সবশেষ চাকরিতে প্রবেশের বয়সবৃদ্ধির দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। পরে পুলিশের লাঠিচার্জে তাদের সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়। নতুন করে আন্দোলনের আভাস মিললেও বিষয়টি নিয়ে সরকারের কোনো পরিকল্পনার কথা শোনা যায়নি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আন্দোলন দীর্ঘদিনের হলেও মেলেনি সমাধান। সমাধান না এলেও হাল ছাড়েনি চাকরিপ্রত্যাশীরা। দাবি আদায়ে নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। তবে দাবি বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। বরং সময় যত গড়াচ্ছে বয়সবৃদ্ধির দাবি ততই আড়ালে চলে যাচ্ছে।

Job seekers have been agitating for raising the age limit for entering the job even before the onset of coronavirus infection in the country. This demand was further strengthened by the closure of the job test for a long 18 months due to Corona. When the candidates started a strong movement on the issue after the infection was reduced, the government gave a waiver of 21 months to the age of the job seekers considering the loss during the coronation period. However, the protesters termed it as a farce with job seekers.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group