যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 2024 Youth Development Freelancing Training. ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে মানুষের মাঝে জানার চাহিদা দিন দিন বেড়েই চলছে। কেননা বাংলাদেশের মত দেশে, যেখানে চাকরির বাজার বেশ নাজুক, যেখানে শিক্ষিত জনগোষ্ঠীর ৪৭% বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছেনা বা দেশি বিদেশী বিনিয়োগও মন্থর, সেখানে বিকল্প পেশা হিসেবে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একটি সম্মানজনক অবস্থায় আছে। অনেক গুলো অনলাইন প্রফেশনের মধ্যে তুলনামূলকভাবে ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের অবস্থান বেশ ভাল, বিশ্বে বাংলাদেশের দক্ষ ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত কোটি টাকার। বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৫ লক্ষাধিক এর মতো। এদের এই সাফল্যই প্রমাণ দেয় আগামীতে এ খাতের সমূহ সম্ভাবনা।
ফ্রিল্যান্সিং VS আউটসোর্সিং!
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে আমাদের মধ্যে একটি ভূল ধারনা আছে। ফ্রিল্যান্সিং হল কোন প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ না হয়ে বরং ক্লায়েন্টের বিভিন্ন প্রজেক্ট এ মুক্তভাবে কাজ করা। যেমন ফটোগ্রাফী ফ্রিল্যান্সিং পেশা, কারণ বেশিরভাগ ফটোগ্রাফার ই কোথাও স্থায়ীভাবে চাকরি না করে বরং অনুষ্ঠান বেসিসে শুট করে এবং পারিশ্রমিক নেয়। আর আউটসোর্সিং হল একটি এজেন্সী বা গ্রূপের মতো, যারা একটি বড় কাজের আঞ্জাম দিতে অন্যান্য ফ্রিল্যান্সারদের হায়ার করে- সাধারণত এদের একটি নির্দিষ্ট অফিস এন্টিটি থাকে- সহজ কথায় অনলাইন মার্কেটপ্লেসগুলোতে সরাসরি বায়ারদের পাশাপাশি এরাই অন্যান্য ফ্রিল্যান্সারদের হায়ার করে।
যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, এই প্রকল্পের আওতায় ১৬-টি জেলায় ৯০ দিন ব্যাপি ( ৬০০ ঘন্টা ) বিনামূল্যে ভর্তি চলছে।
রেজিস্ট্রেশন লিংকঃ https://e-laeltd.com/student-reg-jubo শুধুমাত্র উল্লেখিত এই ১৬-টি জেলার আবেদন গ্রহন করা হবে। ঢাকা, গোপালগঞ্জ,গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ
যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 2024
যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন যোগ্যতাঃ
শিক্ষাগত যোগ্যতাঃ সর্বোনিম্ন HSC পাস হতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর, প্রথম ব্যাচের ভর্তির সময়সীমা ১৫-ফেব্রুয়ারি থেকে ২৫-ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। ২য় ব্যাচের ভর্তির সময়সীমা ১০-মার্চ থেকে ২০-মার্চ ২০২৩ পর্যন্ত
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মাসিক ৪৫০০.০০ ( চার হাজার পাঁচশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ১০০/-(একশত) টাকা ভর্তি ফি দিতে হয়।