ক্যারিয়ারশিক্ষা নিউজ

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 -Navy Job Circular

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 -Navy Job Circular।বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩-এ ডিইও ব্যাচ এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) পুরুষ ও মহিলা
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক / প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং – এ সিজিপিএ ৩.০০ ( 8 – স্কেলে ) প্রাপ্ত হতে হবে।
নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘ এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট ‘ পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় নিয়ম অনুযায়ী চাকরি বর্ধিত / স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।

২. শিক্ষা শাখা-পুরুষ ও মহিলা
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়), (ব্যারিষ্টার / আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ/রসায়ন/মনোবিজ্ঞান/আইন বিষয়ে স্নাতকসহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ -৪.০০ এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ৩.০০ (৪-স্কেলে ) প্রাপ্ত হতে হবে।

৩. সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম ): বাণিজ্য / পরিসংখ্যান / অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ । প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (8-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘ এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ‘ পদে স্বল্পমেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় নিয়ম অনুযায়ী চাকরি বর্ধিত / স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 -Navy Job Circular

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 -Navy Job Circular

navy-direct-entry-artificer-job-circular-2022
navy-direct-entry-artificer-job-circular-2022

৪. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা-পুরুষ
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম): আর্কিটেকচার / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘ এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী / স্থায়ী কমিশন প্রদান করা হবে।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘ এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট ‘ পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় নিয়ম অনুযায়ী চাকরি বর্ধিত / স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অনলাইনের আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২২।

Bangladesh Navy Recruitment Circular 2022. Bangladesh Navy has issued recruitment notification. Directly commissioned officers will be appointed in 2023 in DEO batch. Interested candidates can apply online.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group