ক্যাম্পাসপরীক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ২ মার্চ শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ ব্যাচের অসমাপ্ত স্থগিত পরীক্ষাগুলো স্বশরীরে আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে। আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পূর্ব নির্ধারিত সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে কাউন্সিলের অভ্যন্তরীণ সদস্যরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে অংশগ্রহণ করেন। এছাড়া বহিঃসদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পর দিন ১৮ মার্চ সরকার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। জন্মশত বার্ষিকী অনুষ্ঠানের আগের দিন ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ে সবশেষ ক্লাশ-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর করোনার কারনে দীর্ঘ সাড়ে ৯ মাস একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group