বিসিএস

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা গ্রহণ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা গ্রহণ। ৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিজ্ঞপ্তি আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে। এ বিজ্ঞপ্তি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশের কথা থাকলেও সেটিকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। এছাড়া এ বিসিএসে বয়সে ছাড় দেওয়ার যে খবর ছিল সেটিও হচ্ছে রবিবার (০৬ নভেম্বর) পিএসসির একটি দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানিয়েছে, জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রার্থীদের বয়সে ছাড় দিতে হত। এক্ষেত্রে পিএসসির নিয়োগ বিধি সংশোধনের প্রয়োজন হত। যা অনেক সময়সাপেক্ষ। তাই আগের বিধি অনুযায়ী ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আগামী পহেলা জানুয়ারি ৪৬তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার্থীদের বয়স বিবেচনায় পহেলা জানুয়ারিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে ৪৬তম বিসিএসে এখনো পর্যন্ত শূন্যপদের চাহিদা পায়নি কমিশন। প্রতি বছর একটি করে বিসিএস শেষ করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এদিকে, তিনটি বিসিএস নিয়ে কিছুটা ভাইভা-জটে পড়েছে কমিশন। কেননা ৪১তম বিসিএসের ভাইভা চলমান আছে।

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও প্রস্তুত আছে। অন্যদিকে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম চলছে। ফলে এই তিনটি বিসিএসের ভাইভা এই বছরের শেষ করতে হবে।
১ জানুয়ারি ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমিশন। আশা করছি, দ্রুত ৪৬তম বিসিএসের শূন্যপদের চাহিদা চলে আসবে।

পিএসসি সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চলমান ভাইভা-জট কমিয়ে আনা হচ্ছে। ভাইভা শুরুর ছয় মাসের মধ্যে একটি বিসিএসের ভাইভা কার্যক্রম শেষ করা হবে। কোনোক্রমেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা মূল পদসংখ্যার তিন গুণের বেশি রাখা হবে না। কেননা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা অতিরিক্ত হলে ভাইভা জটের সৃষ্টি হয়।

আরো পড়ুন- বিশেষ বিসিএসসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ লক্ষ্যে বিধিমালা সংশোধন করেছে সরকার।  বুধবার (১৮ নভেম্বর) বিজি প্রেসের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনের কপি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসসের মাধ্যমে এসব চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে পিএসসি। আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। আসন্ন এই বিসিএসেও ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়ার কথা সংশোধিত বিধিমালায় উল্লেখ রয়েছে।
এদিকে পিএসসি সূত্র বলছে, বিধিমালা সংশোধন করতে জনপ্রশাসনে চিঠি দেয়া হয়েছিল। এখন যেহেতু এটি হয়ে গেছে, তাই এটি নিয়ে আগামী সপ্তাহে কমিশন বিশেষ সভায় বসবে। এরপরই বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

চলতি বছরের শুরুর দিকে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর চিকিৎসক সংকটের কারণে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও অন্য রোগীদের চিকিৎসা দিতে বেকায়দায় পড়ে হাসপাতালগুলো। আক্রান্ত হয়েছেন চিকিৎসকও। এ সময় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিএসসিতে চিকিৎসক ও নার্স নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়।চলতি মাসেই ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

পিএসসি জানায়, করোনায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ৩৯তম বিসিএসের নন-ক্যাডার থেকে দুই হাজার চিকিৎসক নেয়া হয়। তাঁরা ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন ৩৯তম বিশেষ বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন হিসেবে তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়। তাছাড়া করোনায় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group