বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

শাবিপ্রবিতে আসন খালি রেখেই ক্লাস শুরু

শাবিপ্রবিতে আসন খালি রেখেই ক্লাস শুরু।২০২০-২১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ‘বি’ ইউনিটের বিজ্ঞানের আওতাধীন অর্থনীতি বিভাগে ২৩টি আসন এখনো ফাঁকাই রয়েছে। আপাতত এসব ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ না থাকলে পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।‘বি’ ইউনিটে বিজ্ঞান থেকে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিতে ৪০ শতাংশ নম্বরের যে শর্ত দেওয়া হয়েছে- তা মেনে সবগুলো সিটে শিক্ষার্থী পাওয়া যায়নি।খালি থাকা এসব আসনে ভর্তির জন্য পুনরায় ডাকা হবে কি না সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং-এ সিদ্ধান্ত নেয়া হবে। মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করে খালি থাকা আসনে পুনরায় ভর্তি নেওয়ার সুযোগ নেই। এতে করে অর্থনীতি বিভাগের ২৩টি আসন ফাঁকা রেখেই বিশ্ববিদ্যালয়টিতে প্রথম বর্ষের ক্লাস-কার্যক্রম শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী বলেন, ভর্তি কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সকল নির্দেশনা মেনে ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

নিয়মানুসারে কোনো বিভাগে বরাদ্দকৃত আসন অসম্পূর্ণ রেখে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেলে সে বিভাগে আর মাইগ্রেশনের সুযোগ থাকে না বলে জানান তিনি।‘এ’ ইউনিটে আর্কিটেকচারসহ ৯৮৫টি আসন এবং সমন্বিত ‘বি’ ইউনিটে সর্বমোট ৬০২টি আসন রয়েছে। এর মধ্যে সবগুলো বিভাগে একাধিকবার সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে আসন পূর্ণ হয়েছে।তবে সমন্বিত ‘বি’ ইউনিটের অধীন অর্থনীতি বিভাগের মোট ৬৬ আসনের মধ্যে ৪৩টি আসনে শিক্ষার্থী পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বাকি ২৩টি আসন এখনো খালিই রয়েছে।

Classes began with seats empty at Shabiprabi. In 2020-21, shah Jalal University of Science and Technology has announced the closure of the admission process for the first year of graduation. However, 23 seats are still vacant in the economics section under the science of ‘B’ unit. If there is no opportunity to admit students in these vacant seats, then a decision in this regard can be taken at the academic council meeting later. According to the condition of 40 percent marks in mathematics in the admission test for admission from science to economics in the ‘B’ unit, students were not available in all the seats. A decision on whether to re-call for admission to these vacant seats will be taken at the academic council meeting of the university. Further instructions will be issued as per the decision of the meeting.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group