বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০৮৫ আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০৮৫ আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।২০২১-২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ৬ হাজার ৮৫ আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণরা এসব আসনে ভর্তি হতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদের অধীনে ৮৩টি বিভাগ রয়েছে। এ ছাড়া রয়েছে ১৩টি বিশেষায়িত ইনস্টিটিউট। সর্বশেষ ২০২০-২১ সালের ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭ হাজার ১৪৮ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব বিভাগ-ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। গত শিক্ষাবর্ষ থেকে এবছর আসন কমেছে ১ হাজার ৬৩টি।

আসন বাড়ছে ১৫টিতে। বাকি ২৬ বিভাগ ও ইনস্টিটিউটে আসন সংখ্যা অপরিবর্তিত থাকছে। ডিনস কমিটি তাদের সভায় আসন কমানোর সুপারিশ করে। পরে একাডেমিক কাউন্সিলে সেটি চূড়ান্ত করা হয়। শিক্ষার্থী আসন বাড়ানো বা কমানোর বিষয়টি মুখ্য নয়। বরং এর যৌক্তিকীকরণ হচ্ছে। যেসব বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা রয়েছে সেগুলোয় আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান বৃদ্ধি সর্বোপরি দক্ষ গ্র্যাজুয়েট গড়ে তোলার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে।

উচ্চশিক্ষাকে প্রয়োজন ও দক্ষতাভিত্তিক করতে এই উদ্যোগ নিয়েছেন তারা। যদিও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর সঙ্গে আসন সংখ্যা সামঞ্জস্য নয় দীর্ঘদিন ধরে এমন সমালোচনা চলে আসছিলো। আসন সবচেয়ে বেশি কমানো হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে। ব্যবসায় শিক্ষা অনুষদেও আসন সংখ্যা কমেছে। তবে আসন বেড়েছে বিজ্ঞান অনুষদে। ৪৪টি বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষার্থী আসন কমানো হচ্ছে।

Students will be admitted to the 6075 seats at Dhaka University. In 2021-2022, students will be admitted to 8 thousand 85 seats in the graduating class of Dhaka University. Those who have passed the admission test in five units will be able to get admission to these seats. At present Dhaka University has 63 departments under 13 faculties. Besides, there are 13 specialized institutes. Through the latest admission test of 2020-21, 6,148 students got the opportunity to be admitted to these departments and institutes of Dhaka University. This year the number of seats has decreased by 1,063 from last academic year.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group