বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা খবর

সাত কলেজে তৃতীয় ধাপে চূড়ান্ত মেধাতালিকা আজ রাতে

সাত কলেজে তৃতীয় ধাপে চূড়ান্ত মেধাতালিকা আজ রাতে।ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ সালে স্নাতক প্রথম বর্ষের ভর্তি চূড়ান্ত মেধাতালিকা আজ রাতের মধ্যে প্রকাশিত হবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ভর্তি কমিটির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন রয়েছে।

সাত কলেজে মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।গত ১৬ জানুয়ারি (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সাত কলেজের ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আজ রাতের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে। সব আসনে এ চূাড়ান্ত তালিকা দেওয়া হবে। গেল কয়েকদিন কয়েক ধাপে এ ভর্তি কার্যক্রম চলছিল। নতুন দায়িত্ব নিয়ে আমরা সুষ্ঠুভাবে এ কার্যক্রম শেষ করতে পেরেছি।গত বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সাত কলেজে ভর্তি তৃতীয় ধাপ এবং সর্বশেষ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ ধাপে নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছিলেন তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা গত মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে পরিশোধ করতে হয়েছিল।

The final merit list for the third phase in seven colleges is tonight. The final merit list for admission to the first year of graduation in 2020-21 for seven government colleges in the capital affiliated to Dhaka University will be published by tonight. On Monday (February 14) afternoon, the convener of the admission committee of the university’s central admission committee, Prof. Dr. Md. Mostafizur Rahman confirmed this information. There are 6,500 seats in science units of seven government colleges affiliated to DHO, 5,310 in commerce units, and 14,350 in arts and social science units.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group