বিশ্ববিদ্যালয় ভর্তিরেজাল্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটের ফল প্রকাশিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://juniv-admission.org/) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে সকাল থেকে চার শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘এফ’ ইউনিটে আসন রয়েছে ৬০টি। ছেলেদের জন্য ৩০টি এবং মেয়েদের জন্য ৩০টি।
আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট ছাড়াও আরও ৪টি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এসব ইউনিট হচ্ছে- ‘বি’, ‘ডি’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিট।

Jahangirnagar University has published the results of the admission test of the ‘F’ unit of the law faculty of the first year of the graduation (honors) of the academic year 2020-21. The results were officially released on the university’s admissions website on Monday (November 15) night. Earlier, the admission test of this unit was held in four shifts from the morning. This time there are 60 seats in the ‘F’ unit. 30 for boys and 30 for girls. In addition to the ‘F’ unit of the law faculty, the results of 4 more units have been published. These units are – ‘B’, ‘D’, ‘G’ and ‘H’ units. Meanwhile, admission tests for ‘E’ and ‘C-1’ units will be held on Tuesday (November 18), admission tests for the ‘C’ unit on November 18, and ‘A’ unit for November 21 and 22. University sources have revealed this information.

এদিকে, আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ‘ই’ এবং ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের এবং ২১ এবং ২২ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group