বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ দিনে ৩ লাখ ৮৯ হাজার আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে তিনটি বিভাগ মিলে ১০ দিনে মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৯ আবেদন পড়েছে। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

বিজ্ঞানে ৯৮৮২২টি, ব্যবসায় শিক্ষা শাখায় ৮০৪৮৪ টি ও মানবিকে ২ লাখ ১৬৫টি আবেদন পড়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ আবেদন পড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদন শুরু ২২ মে ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সালের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এর সভাপতিত্বে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২০২১-২০২২ সালে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুনের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দেয়ার এবং ১২ জুনের মধ্যে এ সকল আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লিখিত শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩ জুলাই থেকে শুরু হবে। ২০২১-২০২২ সালে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণের তারিখ পরে জানানো হবে।

Admission application for National University starts on 22nd May. The date for accepting online preliminary applications is from 22nd May to 9th June.

National University Vice-Chancellor Prof. Md. The decision was taken at a meeting of the 1st year undergraduate (honors) admission management committee chaired by Mashiur Rahman.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group