ভর্তি তথ্যশিক্ষা নিউজ

একাদশ শ্রেণিতে শেষ ধাপে ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে শেষ ধাপে ভর্তির আবেদন শুরু।২০২১-২২ সালে একাদশ শ্রেণিতে পঞ্চম ও শেষ ধাপে অনলাইনে ভর্তির আবেদন আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হলো। আবেদনের শেষ দিন আগামী ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত। আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল দেশের শিক্ষা বোর্ডগুলোর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://www.xiclassadmission.gov.bd) অনুসরণ করতে হবে।অনলাইন আবেদনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।

যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন

শিক্ষার্থীর অনলাইন আবেদন বাছাই ১৩ মার্চ এবং আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ মার্চ রাত ৮টায়। পঞ্চম ধাপের সিলেকশন পাওয়া শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন করবেন হবে ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকাল ৫টার মধ্যে।ভর্তির পর নতুন করে আর ২০২১-২০২২ সালে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে না।এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পঞ্চম ধাপে আবেদন করতে পারবেন।

পঞ্চম ধাপে অনলাইনে আবেদন করতে হবে আগামী ১৫ মার্চ থেকে ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত। তবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে (১৭ মার্চ) আবেদন বন্ধ থাকবে।প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যেসব শিক্ষার্থী ভর্তির জন্য সিলেকশন পাননি সেসব শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু নিশ্চয়ন করতে পারেননি কিংবা ভর্তি হতে পারেননি তারা আবেদন করতে পারবেন।

The application for admission in the last phase of class XI begins. The application for online admission in the fifth and final phase of class XI in 2021-22 began on Tuesday (March 15). The last day to apply is March 22 till 8 pm. The Inter-Education Board Coordination Committee said in this regard that the education boards of the country will have to follow the admission website (http://www.xiclassadmission.gov.bd). In the online application, a student can apply to a minimum of three and a maximum of 10 colleges.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group