ভর্তি তথ্যশিক্ষা খবর

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য আবেদন শুরু হবে ২৫ নভেম্বর বেলা ১১টা থেকে। চলবে ৮ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির এই বিজ্ঞপ্তি জারি করেছে।

Applications for admission in different classes in the country’s government secondary schools in the 2022 academic year will start from 11 am on November 25. It will continue till 5 pm on December 6. The Department of Secondary and Higher Education (Maushi) on Tuesday issued this notification for admission in the 2022 academic year. It has been informed in the notification that no admission form will be distributed from the school again. Admission applications can be found online only on this website. Students will be selected for admission through an online lottery on 15th December. It has been further informed in the notification that the application fee for admission in the 2022 academic year has been fixed at Tk. 110. This fee can be paid only via SMS from Teletalk’s pre-paid mobile phone.

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারও স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group