ভর্তি তথ্যরেজাল্ট

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ৫ এপ্রিল

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ৫ এপ্রিল।২০২১-২২ সালের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।দেশজুড়ে অনুষ্ঠিত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষে এ তথ্য জানান তিনি। ‘সম্ভবত আগামী মঙ্গলবার বিকেলে পরীক্ষার ফল দিতে পারবো। ফল প্রস্তুত করার জন্য আমরা চারদিন সময় নিচ্ছি।’

সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৮৭টি এবং উপজাতিদের জন্য ৩৩টি আসন বরাদ্দ থাকবে। বাকি ৪ হাজার ২৩০টি আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় এবং ২০ শতাংশ জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে। এমসিকিউর ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ২০০ নম্বর, মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এর বাইরে যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ নম্বরের বেশি পাবেন, তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেওয়া হবে।

শুক্রবার সকালে সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন সকাল ১০টায় শুরু হওয় ভর্তি পরীক্ষা চলে সকাল ১১টা পর্যন্ত। এবার দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সারাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এই সংখ্যা ৬ হাজার ৪৮৯টি। এই হিসাবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের বিপরীতে এবার প্রার্থী ছিল ১৩ জন।

গত বছর ২০২০-২১ সালে দুইদিনের ব্যবধানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। এবার রমজানের কারণে কিছুটা বেশি সময় লাগবে জানিয়ে এনায়েত হোসেন বলেন, গত বছর দুইদিনে ফল দেওয়া হয়েছিল। কিন্তু এবার রমজান মাস। এ কারণে পূর্ণ গতিতে কাজ করা যাচ্ছে না। ওই বছর দিন-রাত কাজ করেছিলাম, এবার এটা সম্ভব হচ্ছে না। এর ফলে স্বাভাবিকভাবেই সময় একটু বেশি লাগবে।

The results of the medical examination are on April 5. The results of the MBBS first-year admission test 2021-22 are likely to be published on Tuesday (April 5) afternoon, said Director General (DG) of the Directorate General of Health Education Prof Dr. A. H. M. Enayet Hossain. He said this after the mobs’ first-year admission test held across the country. “I will probably be able to give the test results on Tuesday afternoon. We are taking four days to prepare the fruit. ’

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group