প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই ধাপে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই ধাপে হয়।প্রাথমিক শিক্ষক নিয়োগে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রার্থীদের মূল্যায়ন করা হয়। প্রথমে নেওয়া হয় এমসিকিউ বা বহুনির্বাচনী পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বরের প্রশ্ন আসে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি প্রশ্ন থাকে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে। প্রত্যেক ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। পরীক্ষার জন্য বরাদ্দ সময় ৮০ মিনিট বা ১ ঘন্টা ২০ মিনিট। গড়ে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য ১ মিনিট সময় পাওয়া যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হয় মৌখিক পরীক্ষায়। এ ধাপে থাকে ২০ নম্বর। ভাইভায় টিকলে পরবর্তী যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরগুলোতে হচ্ছে না। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরে এ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে অধিদপ্তর। ১, ৮, ১৫, ২২ ও ২৯ এপ্রিল সকাল ১০টা/বিকাল ৩টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার আর মাত্র কদিন বাকী। কম সময়ে কিভাবে চূড়ান্ত প্রস্তুতি নিবেন সেই সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে।

The primary teacher recruitment test is conducted in two stages. The primary teacher recruitment test is conducted in two stages. Candidates are evaluated out of 100 marks in the recruitment test. MCQ or multiple-choice test is taken first. Question number 60 comes in the MCQ exam. Each of the subjects of Bengali, English, Mathematics, and General Knowledge consists of 20 questions and a total of 60 questions. 1 number will be added for each correct answer. 0.25 marks will be deducted for each wrong answer. The allotted time for the test is 60 minutes or 1 hour 20 minutes. On average, 1 minute will be available for answering each question. Those who pass the MCQ exam are called for the oral exam. In this step, there is the number 20. The final appointment is made at the end of the next verification and selection.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group