সাত কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিট এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার বেলা সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

সাত কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২

সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার রেজাল্ট 2022

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত https://collegeadmission.eis.du.ac.bd/bn ওয়েবসাইটে গিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

The results of the admission test for the first-year undergraduate (honors) class of the Dhaka University (DU) academic year 2020-2021 academic year and the ‘Arts and Social Sciences’ unit of the seven affiliated government colleges will be released on Wednesday at 12:30 pm. This information was given in a notification of the public relations office of the university on Tuesday. It is said in the notification, in the administrative building of the university, Prof. Abdul Matin Chowdhury in the virtual classroom,

Vice-Chancellor Prof. Dr. Md. Akhtaruzzaman will be the chief guest and will officially announce the results of the admission test for the two units. Earlier, on November 13, admission tests of ‘Arts and Social Sciences’ units of seven government colleges were held in different centers of the capital. The number of applicants for 14,350 seats in the unit this year was 31,356. Meanwhile, the admission test of the Home Economics Unit was held on November 12. There were 9,451 applicants for 2,755 seats.

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দু’টি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ইউনিটের ১৪,৩৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারির সংখ্যা ছিল ৩১ হাজার ৩৫৮জন।

এদিকে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ৯ হাজার ৪৫১ জন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group