করোনাভাইরাসঃ প্রাথমিকের শিক্ষার্থীরাও ক্লাস করবে টেলিভিশন রেডিওতে!

প্রাথমিকের শিক্ষার্থীরাও ক্লাস করবে টেলিভিশন রেডিওতে! প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির দিনগুলোতে ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। Primary students will also take classes on television radio! The Ministry of Primary and Mass Education has decided to take classes on television and radio for students in grades 3 through 5th on public primary school holidays due to the deadly coronavirus.

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে সকল মায়েদেরকে ক্ষুদেবার্তার মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এ টু আই’ প্রকল্পের কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই কার্যক্রম পরিচালনা করবে। সচিব জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে এটুআই এর সঙ্গে আমাদের সভা হয়েছে। করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য আমাদের এই উদ্যোগ।

করোনাভাইরাসঃ প্রাথমিকের শিক্ষার্থীরাও ক্লাস করবে টেলিভিশন রেডিওতে!


তিনি বলেন, মূলত প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদেরকে এ কার্যক্রমের আওতায় আনা ফলপ্রসূ হবে না। তাই আমরা ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদেরকে এই কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। এটুআই এর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের কয়েকটি প্রস্তাব দিয়েছি। আমাদের পরামর্শের ভিত্তিতে তারা একটি রূপরেখা তৈরি করবে। এরপর পরবর্তী সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

অনেকের বাসায় টেলিভিশন নেই, এ কারণে এই শ্রেনি পাঠ রেডিওতে সম্প্রচার করা হবে বলে জানান সচিব।তিনি বলেন, ইতোমধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে। এ সময়ে ভালোমানের শিক্ষকদের শ্রেণি পাঠের ক্লাস কার্যক্রম ভিডিও করে টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রাথমিকের পাঠদান অন্যান্য স্তরের মতো না হওয়ায় এ বিষয়ে করণীয় ঠিক করতে আমরা আজ সোমবার বিকেলে বৈঠক ডেকেছি।

অনলাইনে ভিডিও গ্রুপ কলের মাধ্যমে এ সভা ডাকা হয়েছে। সেখানে কীভাবে প্রাথমিক স্তরের বাচ্চাদের টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেয়া যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।প্রথম পর্যায়ে পরীক্ষামূলক এ ক্লাস সম্প্রচার করা হবে। এতে সফল হলে পাঠদান পূর্ণাঙ্গভাবে প্রচার করা হবে বলে জানান তিনি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group