ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির “হাফেজ,ইমাম,মাদরাসার ছাত্র ও বেকার যুবকদের জন্য কোর্স ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি”
শিক্ষাগত যোগ্যতা : ন্যুনতম দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
কোন কোর্স ফি দেয়া লাগবে না।তবে মনোনীত প্রার্থীকে নিবন্ধন ফি বাবদ ৫০০ (পাঁচশত) টাকা প্রদান করতে হবে।
ভর্তির সময় ১০০০ (এক হাজার) টাকা জামানত বাবদ জমা দিতে হবে।যা কোর্স সাফল্যজনকভাবে সম্পন্ন করার পরে সনদপত্রের সাথে ফেরত দেয়া হবে।
হাফেজ,ইমাম,মাদরাসার ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি 2022
আরো পড়ুন- আগামী সপ্তাহে পুরোদমে ক্লাস শুরু।করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয়েছে। দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী আগামী ১৫ মার্চ থেকে। সপ্তাহে দু’দিন তাঁদের ক্লাস চলবে। এখন মাধ্যমিক স্তুরে পুরোদমে ক্লাস শুরুর পরিকল্পনা করছে সরকার। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে বলনে, ‘প্রথম ডোজের পর টিকার দ্বিতীয় ডোজ দিতে সময়ের পার্থক্য থাকতে হয়। এ জন্য সবাইকে দ্রুত টিকা দেওয়া যাচ্ছে না। যারা টিকা পাচ্ছে, নিয়মিত ক্লাস করছে তারা। যারা ক্লাসে আসতে পারছে না, অনলাইন ও দূরশিক্ষণের ব্যবস্থা আছে তাদের জন্য।এর আগে বুধবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রাক-প্রাথমিকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।প্রাথমিকভাবে প্রতি রোববার ও মঙ্গলবার ক্লাস হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমামুল হক গণমাধ্যমকে বলেন, ‘মাধ্যমিকের সবার জন্য এখনো পুরোদমে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহ নাগাদ এ বিষয়ে নির্দেশনা জানা যাবে।পুরোপুরে ক্লাস শুরু করতে টিকার বিষয়টি সামনে চলে এসেছে। আগে ১২ বছরের বেশি বয়সীরা দুই ডোজ টিকা দিলে স্কুলে যেতে পারবে বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত ৩০ লাখ শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকা পায়নি বলে জানা গেছে।চলতি সপ্তাহে মাধ্যমিক স্তরে পুরোদমে ক্লাস শুরু হবে। তবে এখনো এ ব্যাপারে কোনো নির্দেশনা জারি করা হয়নি। ফলে এখন এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যেতে পারছে না। এ ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন।
Classes will start in full swing next week. Classes have started directly in all types of educational institutions after being closed for a long time due to coronavirus. After being closed for two years, classes for pre-primary students will start from March 15. Their classes will run two days a week. Now the government is planning to start classes in full swing at the secondary level. A decision on the matter will be taken next week.