SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (সার্টিফিকেট কোর্স ), ভাতা প্রদান এবং চাকরির সুযোগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (সার্টিফিকেট কোর্স ), ভাতা প্রদান এবং চাকরির সুযোগ।

আমাদের প্রতিষ্ঠান (FIFO Tech) এ প্রফেশনাল কাস্টমার সার্ভিস এবং প্রফেশনাল ব্যাক অফিস ট্রেইনিং প্রোগ্রামে ট্রেইনি ভর্তি চলছে।আপনি নিজে এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব, ছোট/বড় ভাই-বোনদের কে আমাদের এই ট্রেইনিং প্রোগ্রামে রেফার করতে পারবেন ।

নিচে কমেন্টস সেকশনে নাম এবং কন্টাক্ট নাম্বার লিখে দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ইন্টারভিউতে চলে আসুন । প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হচ্ছে ।

SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২০১৯

SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২০১৯

সম্পূর্ণ সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন Skills For Employment Investment Program SEIP প্রকল্পের আওওতায় ৪ মাস /৩৬০ ঘন্টা মেয়াদি শর্ট কোর্সে ভর্তি চলছে ! কোর্স ফ্রি

কোর্সের নাম সমূহঃ আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ওয়েল্ডিং,ইলেকট্রিক্যাল

সম্পূর্ণ ফ্রি তে প্রশিক্ষণ !
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে সেইপ ২য় ট্রান্স ৬ষ্ঠ ব্যাচের ভর্তি চলছে—-
ভর্তির আবেদনে নিয়মাবলি–
আবেদন ফর্ম সংগ্রহ করে উক্ত ফর্ম পূরণ করে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আবেদন ফর্ম পাওয়া যাবে-১. প্রতিষ্ঠানে ২. প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (https://rtsc.gov.bd)
আবেদন ফর্ম জমাদান ১৮-০৮-১৯ থেকে ২৪-০৮-২০১৮
ভর্তি পরীক্ষা ২৭ -০৮-২০১৯ ও ২৮-০৮-২০১৯
ফলাফল ২৯-০৮-২০১৯
ভর্তি ৩১-০৮-২০১৯
ক্লাস শুরু ০১-০৯-২০১৯

SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ট্রেইনিং ডিটেইলস :

১) ৫৫ টি ক্লাস হবে (রবি থেকে বৃহস্পতি, প্রতি ক্লাস ৪ ঘণ্টা করে)

২) কোন কোর্স ফী দিতে হবেনা

৩) কোর্স শেষে আপনি সার্টিফিকেট এবং ৫০০০ টাকা ভাতা পাবেন।

৪) প্রতি ক্লাসে নাস্তার সুবিধা।

৫)স্পেশালাইজ ইংলিশ কমিনিউকেশনের জন্য ক্লাস হবে ।

ট্রেইনিং করার জন্য যা লাগবে :

১) নূন্যতম গ্রেজুয়েশন/ডিপ্লোমা কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে

২) অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে (অনলাইন কপি থাকলেও হবে, তবে কোন জন্ম নিবন্ধন সার্টিফিকেট গ্রহনযোগ্য হবেনা)

৩) সাথে ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আপডেটেড সি.ভি. আনতে হবে।

অফিসের ঠিকানা :

ফিফোটেক

৯ তলা (লিফ্ট ৯) সফটওয়্যার টেকনোলজি পার্ক, জনতা টাওয়ার,(এরশাদ বিল্ডিং), কাওরানবাজার, ঢাকা-১২১৫।

Related Content