গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (সার্টিফিকেট কোর্স ), ভাতা প্রদান এবং চাকরির সুযোগ।
আমাদের প্রতিষ্ঠান (FIFO Tech) এ প্রফেশনাল কাস্টমার সার্ভিস এবং প্রফেশনাল ব্যাক অফিস ট্রেইনিং প্রোগ্রামে ট্রেইনি ভর্তি চলছে।আপনি নিজে এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব, ছোট/বড় ভাই-বোনদের কে আমাদের এই ট্রেইনিং প্রোগ্রামে রেফার করতে পারবেন ।
নিচে কমেন্টস সেকশনে নাম এবং কন্টাক্ট নাম্বার লিখে দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ইন্টারভিউতে চলে আসুন । প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হচ্ছে ।
SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২০১৯
সম্পূর্ণ সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন Skills For Employment Investment Program SEIP প্রকল্পের আওওতায় ৪ মাস /৩৬০ ঘন্টা মেয়াদি শর্ট কোর্সে ভর্তি চলছে ! কোর্স ফ্রি
কোর্সের নাম সমূহঃ আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ওয়েল্ডিং,ইলেকট্রিক্যাল
সম্পূর্ণ ফ্রি তে প্রশিক্ষণ !
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে সেইপ ২য় ট্রান্স ৬ষ্ঠ ব্যাচের ভর্তি চলছে—-
ভর্তির আবেদনে নিয়মাবলি–
আবেদন ফর্ম সংগ্রহ করে উক্ত ফর্ম পূরণ করে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আবেদন ফর্ম পাওয়া যাবে-১. প্রতিষ্ঠানে ২. প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (https://rtsc.gov.bd)
আবেদন ফর্ম জমাদান ১৮-০৮-১৯ থেকে ২৪-০৮-২০১৮
ভর্তি পরীক্ষা ২৭ -০৮-২০১৯ ও ২৮-০৮-২০১৯
ফলাফল ২৯-০৮-২০১৯
ভর্তি ৩১-০৮-২০১৯
ক্লাস শুরু ০১-০৯-২০১৯
ট্রেইনিং ডিটেইলস :
১) ৫৫ টি ক্লাস হবে (রবি থেকে বৃহস্পতি, প্রতি ক্লাস ৪ ঘণ্টা করে)
২) কোন কোর্স ফী দিতে হবেনা
৩) কোর্স শেষে আপনি সার্টিফিকেট এবং ৫০০০ টাকা ভাতা পাবেন।
৪) প্রতি ক্লাসে নাস্তার সুবিধা।
৫)স্পেশালাইজ ইংলিশ কমিনিউকেশনের জন্য ক্লাস হবে ।
ট্রেইনিং করার জন্য যা লাগবে :
১) নূন্যতম গ্রেজুয়েশন/ডিপ্লোমা কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে
২) অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে (অনলাইন কপি থাকলেও হবে, তবে কোন জন্ম নিবন্ধন সার্টিফিকেট গ্রহনযোগ্য হবেনা)
৩) সাথে ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আপডেটেড সি.ভি. আনতে হবে।
অফিসের ঠিকানা :
ফিফোটেক
৯ তলা (লিফ্ট ৯) সফটওয়্যার টেকনোলজি পার্ক, জনতা টাওয়ার,(এরশাদ বিল্ডিং), কাওরানবাজার, ঢাকা-১২১৫।