প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: ব্যবসায় উদ্যোগ

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: ব্যবসায় উদ্যোগ। এসএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এসএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: ব্যবসায় উদ্যোগ

১. মি. ‘ক’ পৌর বাজারে অনেকদিন ধরে সততার সাথে ব্যবসা করে আসছেন। তিনি সব সময় ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করেন। লাভ কম হলেও তার ব্যবসা ভালই চলে। পার্শ্ববর্তী মি. ‘খ’ মুনাফাকে বড় করে দেখার কারণে তিনি পণ্যের গুণাগুণ বিবেচনায় না এনে অধিক মুনাফার আশায় নকল পণ্য বিক্রয় করেন। তাই ক্রেতারা এখন তাকে এড়িয়ে চলেন। ফলে তার ব্যবসার অবস্থা খুব একটি ভালো নয়।

ক. BM শব্দের অর্থ কী? ১
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়? ২
গ. জনাব ‘ক’-এর কাজের মাধ্যমে কোন দায়বদ্ধতা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. মি. ‘খ’-এর ব্যবসায় সফলতার অন্তরায়টি বিশ্লেষণ কর।

২. জনাব বোরহান গম থেকে উনড়বত মানের আটা এবং ময়দা প্রস্তুত করেন। তার পণ্যটি নতুন হওয়ায় আশানুরূপ বিক্রয় হয় না। তাই তিনি বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করেন।

ক. মালিকানাসংক্রান্ত বাধা দূর করে কোনটি?
খ. কীভাবে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়?
গ. বোরহানের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
ঘ. বোরহান তার বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করতে পারবেন? তোমার মতামত দাও।

৩. বেলাল ইলেকট্রনিক সামগ্রীর উৎপাদক। তিনি যে পণ্য উৎপাদন করেন তা চট্টগ্রামের নিউমার্কেটে কতগুলো পাইকারি দোকানে চলে যায়। সেখান থেকে জেলা পর্যায়ের স্থানীয় পাইকাররা কিনে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। অতঃপর তা ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছে। বেলাল লক্ষ্য করেছেন তার প্রতিযোগীরা স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগ দিচ্ছে। এতে তাদের বিক্রয় বাড়ছে। তাই বেলাল বণ্টনপ্রণালি নিয়ে নতুন কিছু ভাবছেন।

ক. বিপণনের প্রম কাজ কোনটি?
খ. বিপণনকার্যে ক্রয় দক্ষতা প্রয়োজন কেন?
গ. বেলাল ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে কাদের ওপর নির্ভর করেন? ব্যাখ্যা কর।
ঘ. বেলাল বণ্টনপ্রণালি নিয়ে যে নতুন কিছু ভাবছেন তার যথার্থতা বিশ্লেষণ কর।

৪. স্বাধীনচেতা যুবক আহাদ একক মালিকানায় একটি কমার্সিয়াল ইনস্টিটিউট স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে টাইপরাইটার মেশিনের সাহায্যে দরখাস্ত, চিঠিপত্র ইত্যাদি টাইপ করতেন। বর্তমানে কম্পিউটারের সাহায্যে এসব কাজ সহজে ও দ্রুত করতে পারেন। তাই তার ব্যবসায়ে নতুন একজন লোক রেখে কম্পিউটার স্থাপন করেন।

ক. একক মালিকানা ব্যবসায় কাকে বলে?
খ. ব্যবসায়ের স্বাধীন সত্তা বলতে কী বোঝায়?
গ. টাইপরাইটার মেশিনের পরিবর্তে কম্পিউটার মেশিন স্থাপনে কী কী সুবিধা ভোগ করবে বর্ণনা কর।
ঘ. আহাদের একক মালিকানায় ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের যৌক্তিকতা তুলে ধর।

৫. রানা টেক্সটাইলের মালিক রানা সামান্য পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। কঠোর পরিশ্রম, সততা কর্মচারীদের দক্ষভাবে পরিচালনার জন্য সে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছে। তিনি কর্মচারীদের অভাব-অভিযোগের গুরুত্ব দেন এবং সাধ্যমতো তাদের দাবি পূরণের চেষ্টা করেন। ফলে কর্মচারীরা ব্যবসায়টিকে নিজের মনে করে কাজ করেন। ফলশ্রুতিতে ব্যবসায়ের সুনাম এলাকাটিতে ছড়িয়ে পড়েছে।

ক. নেতা কে?
খ. নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. জনাব রানার নেতৃত্বে উদ্যোক্তার কোন কোন গুণাবলি ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. ‘জনাব রানার যোগ্য নেতৃত্বের কারণে ব্যবসায়ে সফল হতে পেরেছে’ – উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৬. জনাব সাদিক জুতা তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে কীভাবে কাঁচামাল সংগ্রহ করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কার কাছে, কোথায় বিক্রয় করা হবে যাবতীয় বিষয় বিবেচনা করে পরিকল্পনাটি প্রণয়ন করেন। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তিনি সমস্যায় পড়েন। কারণ ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি ব্যবসায় ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেন নি এবং সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নি। ফলে তার ব্যবসায় ব্যর্থতায় পর্যবসিত হয়।

ক. মাইক্রো ক্লিনিং কী?
খ. প্রকল্প বাস্তবায়ন কিসের ওপর নির্ভর করে?
গ. জনাব সাদিকের ব্যবসায় পরিকল্পনায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল? ব্যাখ্যা কর।
ঘ. জনাব সাদিকের ব্যবসায়ে ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

৭. বগুড়ার শহীদুল এলাকার কৃষকদের সংগঠিত করে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তারা কৃষিজ পণ্য সংগ্রহ করে বিক্রয় করেন। পূর্বে ন্যায্যমূল্য হতে বঞ্চিত হলেও একত্রিত হয়ে কার্য পরিচালনার ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। ইতোমধ্যে তারা ব্যবসায় সম্প্রসারণ করতে গিয়ে মূলধন সংকটে পড়েছেন।

ক. সমবায় কী?
খ. সমবায় গঠনের মুখ্য উদ্দেশ্য কী?
গ. শহীদুল কৃষকদের নিয়ে কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে কৃষক সমবায় সমিতি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে মূলধন সমস্যার সমাধান করতে পারে বলে তুমি মনে কর?

৮. জনাব জহুরুল ইসলাম ১৯৬৪ সালে ঢাকা শহরে বসতি বৃদ্ধির কথা চিন্তা করে ইস্টার্ন হাউজিং লি. প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রচুর মানুষ নিয়োজিত আছে।

ক. জহুরুল ইসলামের গ্রামের নাম কী?
খ. উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় কেন?
গ. জনাব জহুরুল ইসলাম কোন কারণে ইস্টার্ন হাউজিং লি. স্থাপন করেন? ব্যাখ্যা কর।
ঘ. দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব জহুরুল ইসলামের শিল্প প্রতিষ্ঠানের অবদান মূল্যায়ন কর।

৯. জনাব শাহীন স্বনামধন্য ব্যবসায়ী। লাভ-ক্ষতির মধ্য দিয়েই একের পর এক ব্যবসায় গড়ে তুলেছে। এখন তার মনে হয় স্বার্থপরের মতোই তার জীবনটা কেটেছেন। তার বন্ধু রিফাত সাহেব বললেন, মানুষের প্রয়োজনকে সামনে রেখেই তুমি ব্যবসায় গড়ে তুলেছ। তাদের সুবিধা-অসুবিধা দেখেছ। যদিও তুমি সবই ব্যবসায়ের স্বার্থে বিবেচনা করেছ। এর দ্বারাই সমাজ অনেক উপকৃত হয়েছে।

ক. মূল্যবোধ কিসের সমষ্টি?
খ. নৈতিকতা বলতে কী বোঝ?
গ. রিফাত সাহেব তার বক্তব্যে ব্যবসায়ের কোন উদ্দেশ্যের প্রতি আলোকপাত করেছেন? বর্ণনা কর।
ঘ. জনাব শাহীন প্রধানত কোন উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসায় করেছেন বলে ভাবছেন? বিশ্লেষণ কর।

১০. জনাব মারুফ বিনিয়োগ সম্পর্কিত সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে বাংলাদেশ ব্যাংক থেকে জেনে শিল্প স্থাপনে আগ্রহী হলেন। তিনি তার জেলা লালমনিরহাটের কালিগঞ্জে নারিকেলের মালা থেকে পুতুল তৈরির একটি কারখানা দেন। ঢাকার একটি মেলায় দুজন বিদেশি ক্রেতা পণ্য দেখে অভিভূত হন এবং অর্ডার দিতে চান। কিন্তু অর্থাভাবে তিনি সেসব অর্ডার নিতে বিলম্ব করেন। একটি বাণিজ্যিক ব্যাংক তাকে ঋণ প্রদান করলে তা নিয়ে তিনি আরও একটি ফ্যাক্টরি দিলেন। পাঁচ বছরে তিনি আজ সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব।

ক. BSTI-এর পূর্ণরূপ কী?
খ. উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা প্রয়োজন কেন?
গ. জনাব মারুফ শিল্প স্থাপনের সময় কোন ধরনের সহায়ক সেবা পেয়েছিলেন? ব্যাখ্যা কর।
ঘ. সহায়ক সেবার ধরন উল্লেখপূর্বক উৎপাদন বৃদ্ধিতে এর প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

১১. রাতুল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী রাতুল সমাজে একজন সফল ব্যবসায়ী। যেকোনো প্রকল্পে বিনিয়োগের পূর্বে তিনি লক্ষ্য স্থির করে তারপর কাজে হাত দেন। নতুন পণ্য বাজারে ছাড়ার পূর্বে কীভাবে ভোক্তার হাতে পৌঁছাবে তা নিয়ে একটি কর্মপন্থা তৈরি করেন।

ক. পরিকল্পনা কী?
খ. গুদামজাতকরণ পণ্যের উপযোগ কীভাবে সৃষ্টি করে?
গ. রাতুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনার কোন দিকটির কথা বলা হয়েছে? বর্ণনা কর।
ঘ. ব্যবসায়ী হিসেবে তার সফলতার কারণ বিশ্লেষণ কর।

১২. জনাব ‘ক’ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম প্রস্তুতের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর পণ্যটি নতুন হওয়ায় এ বছর তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। তাই তিনি বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে তার পণ্যের মান সম্পর্কে ধারণা প্রদানের চেষ্টা করেন।

ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
খ. শিল্প বলতে কী বোঝায়?
গ. জনাব ‘ক’-এর প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘ক’ তার পণ্যের বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করতে পারবেন? মতামত দাও।

১৩. জনাব মল্লিক একজন শিক্ষিত বেকার যুবক। তিনি তার গ্রামে ক্ষুদ্র পরিসরে নার্সারি স্থাপন করেন। দেখতে দেখতে তার নার্সারির পরিসর বৃদ্ধি পেতে থাকে। এখন সেখানে ২০ জন শ্রমিক বিভিন্ন কাজে জড়িত। এখন তিনি তার নার্সারিতে উৎপাদিত হাড়িভাঙা আমের চারা সমগ্র দেশে সরবরাহ করছেন।

ক. উদ্যোক্তা কে?
খ. উদ্যোগ বলতে কী বোঝ?
গ. জনাব মল্লিকের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উদ্যোগ কি দেশের শিক্ষিত যুবকদের অনুপ্রাণিত করবে? বিশ্লেষণ কর।

১৪. সানজীদা স্থানীয় কলেজ থেকে স্নাতক পাস করেও যোগ্যতানুযায়ী চাকরি লাভে ব্যর্থ হন। একদিন বাংলাদেশ টেলিভিশনে তার্কি মুরগির খামার দেখে অনুপ্রাণিত হয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে হাঁস-মুরগি পালনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে তার মনোবল বৃদ্ধি পায় এবং সে বাসায় তার্কি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। তার খামারে এখন গ্রামের অনেক মহিলা কাজ করেন।

ক. দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক-যুবতী?
খ. যুব প্রশিক্ষণ কেন্দ্র কী? ব্যাখ্যা কর।
গ. তার্কি মুরগি খামার কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. সানজীদার প্রশিক্ষণ তাকে সাবলম্বী হতে সাহায্য করেছে- বিশ্লেষণ কর।

১৫. জনাব ‘ক’ লেখাপড়া শেষে স্বল্প পুঁজি নিয়ে একটি কনফেকশনারীর দোকান শুরু করেন। পরবর্তীতে জনগণের চাহিদার কথা ভেবে তার ব্যবসাকে বড় করার জন্য তার এক বন্ধুকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে সংযুক্ত করলেন।

ক. সমবায়ের শাব্দিক অর্থ কী?
খ. উৎপাদনের বাহক কোনটি? ব্যাখ্যা কর।
গ. জনাব ‘ক’-এর প্রম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘ক’-এর ব্যবসায় সম্প্রসারণের জন্য নেওয়া পরবর্তী পদক্ষেপটি মূল্যায়ন কর।

১৬. ওয়ালটন মানসম্পন্ন পণ্য সরবরাহ করে দেশের সর্বত্র ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কোম্পানিটি সরকারের সাথে এমন একটি চুক্তি করেছে, যার ফলে কোম্পানিটি বছরের পর বছর একচেটিয়া ব্যবসায় করে যাচ্ছে। কোম্পানিটির পণ্য সহজে চেনার উপায় হিসাবে প্রতিটি পণ্যের মোড়কে তাদের লোগো ব্যবহার করে।

ক. পণ্যের মান নির্ধারণে সার্টিফিকেট দেয় কোন প্রতিষ্ঠান?
খ. সবচেয়ে জনপ্রিয় বিমা কোমটি? ব্যাখ্যা কর।
গ. কোন ধরনের চুক্তির ফলে ওয়ালটন একচেটিয়া ব্যবসায় করছে? বর্ণনা কর।
ঘ. ওয়ালটনের তৈরি পণ্যের গায়ে লোগো দ্বারা ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা হয়- যুক্তি দাও।

১৭. সোহেল একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করার পরিকরা করছিল। বিভিন্ন দিক বিবেচনায় এনে সে একটি স্বনামধন্য স্কুলের পাশে স্টেশনারি দোকান চালু করে। দিনে দিনে ব্যবসায়ের পরিধি বাড়তে থাকায় তার এখন অতিরিক্ত মূলধনের প্রয়োজন।

ক. প্রকল্প কী?
খ. সম আয়-ব্যয় বিশ্লেষণ কী? ব্যাখ্যা কর।
গ. বর্তমানে সোহেলের কোন ধরনের মূলধন প্রয়োজন? ব্যাখ্যা কর।
ঘ. প্রকল্প নির্বাচনে সোহেলের সিদ্ধান্ত মূল্যায়ন কর।

১৮. আরিফ লেখাপড়া শেষ করে বর্তমানে বেকার। সে এমন কিছু করতে চায় যাতে তার ব্যক্তিগত উন্নয়নের সাথে সাথে আর্থসামাজিক উন্নয়নও ঘটে। তাই সে পিতার সাথে পরামর্শ করে স্বল্প পুঁজি দিয়ে পরিবার কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠা করে।

ক. বাংলাদেশে কত সালে জাতীয় শিল্পনীতি আইন প্রণীত হয়?
খ. শিল্প বলতে কী বোঝ?
গ. আরিফের শিল্পটি কোন ধরনের- ব্যাখ্যা কর।
ঘ. বেকারত্ব হ্রাসে আরিফের মতো উদ্যোক্তাদের ভূমিকা বিশ্লেষণ কর।

১৯. শফিক সাহেব একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি পরিকল্পনা করেন চলতি বছর বিগত বছরের থেকে বেশি পণ্য উৎপাদন করে রপ্তানি করবেন। তাই তিনি অধস্তনদের পরামর্শ গ্রহণের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করেন।

ক. ব্যবস্থাপনা কী?
খ. নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. শফিক সাহেবের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাফল্য লাভের পেছনে ব্যবস্থাপনার কোন কাজটি অধিকতর ভূমিকা রেখেছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

২০. শুভর দোকানের পাশে একই ধরনের আরও একটি দোকান গড়ে উঠায় বিক্রির পরিমাণ কমে যায়। বিক্রয় বাড়ানোর কৌশল হিসাবে শুভ দেখতে ভালো, সদালাপী এরকম একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। কিছুদিন পর তার দোকানে বিক্রির পরিমাণ আগের অবস্থার ফিরে আসে।

ক. কী দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়?
খ. প্রমিতকরণ কী? ব্যাখ্যা কর।
গ. শুভ বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন?
ঘ. বিক্রয় বৃদ্ধিতে শুভর গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।

২১. মিসেস তানিয়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সেলাই এর উপর প্রশিক্ষণ দেন। তিনি কিছু ঋণ পেয়ে নিজের ব্যবসায় বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেন। অল্প সময়ের মধ্যে তিনি ব্যবসায় সফলতা পেয়ে যান। ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছেন।

ক. বিসিকের পূর্ণরূপ কী?
খ. প্রমিতকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের তানিয়া কোন ধরনের সহায়তা পেয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে মিসেস তানিয়া কি ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন? মতামত দাও।

Ssc exam suggestions are given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to ssc students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group