প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: রসায়ন ১ম পত্র

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: রসায়ন ১ম পত্র। এইচএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: রসায়ন ১ম পত্র

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: রসায়ন ১ম পত্র PDF download Link

দ্বিতীয় অধ্যায়:গুনগত রসায়ন(অংশিক)
জ্ঞানমূক প্রশ্ন

১.দ্রাব্যতা কী?
২.অরবিটাল কী?
৩.পলির বর্জন নীতিটি লিখো?
৪.আউফবাউ নীতি কী?
৫.হুন্ডের নীতি কী?
৬.অংশিক পাতন কী?
৭.আইসোটোন কী?
৮.আলফা কনা কী?
৯.আয়নিক গুনফল কাকে বলে?
১০.বামার সিরিজ কাকে বলে?
১১.সম্পৃক্ত দ্রবণ কাকে বলে?
১২.পাতন কী?
১৩.দ্রবণ তাপ কী?

অনুধাবনমূলক প্রশ্ন:
১.কলয়েড সুস্থিতির কারণ কী?
২.পানির আয়নিক গুনফল বলতে কী বোঝায়?
৩.দ্রাব্যতা গুনফল বলতে কী বোঝায়?
৪.হিলিয়ামের ক্ষেত্রে বোর তত্ত¡ প্রযোজ্য ব্যাখ্যা কর?
৫.পলির বর্জননীতি ব্যাখ্যা কর?
৬.সমআয়তন প্রভাবে দ্রব্যতা হ্রাস পায় কেন?
৭.শিখা পরিক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক এসিড ব্যাবহার করা হয় কেন?
৮.রাদারফোর্ডের পরমানুর মডেলের দুটি সীমাবদ্ধতা লিখো?
৯.পরমানু অবিভাজ্য এই উক্তিটি সঠিক কিনা ব্যাখ্যা কর?
১০.জাল নোট কিভাবে শনাক্ত করা হয়?
১১.রেখা বর্ণালি একটি শোষণ নাকি বিকিরণ বর্ণালী ব্যাখ্যা কর?

তৃতীয় অধ্যায়:মৌলের পযায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন(অংশিক)
জ্ঞানমূলক প্রশ্ন:
১.পযায়বৃত্ত ধর্ম কী?
২.সিগমা বন্ধন কী?
৩.নেসলার বিকারক কাকে বলে?
৪.ভ্যান্ডারওয়্যালস বল কী?
৫.প্রভাবক বিষ কী?
৬.পাই বন্ধন কী?
৭.অবস্থান্তর মৌল কাকে বলে?
৮.আয়নিক বিভব কী?
৯.লিগ্যান্ড কী?
১০.সংকরায়ণ কী?
১১.পোলারায়ণ কী?
১২.ইলেকট্রন আসক্তি কী?
১৩.মুক্তজোড় ইলেকট্রন কাকে বলে

অনুধাবনমূলক প্রশ্ন:
১.নাইট্রোজেন ও অক্রিজেন পরমানুর মধ্যে কোনটির আকার ছোট ব্যাখ্যা কর?
২.পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন?
৩.সকল অবস্থান্তর মৌল ডি বøক কিন্তু সকল ডি বøক মৌল অবস্থান্তর নয়?
৪.জিঙ্ক কি অবস্থান্তর মৌল ব্যাখ্যা কর?
৫.সন্নিবেশ বন্ধন হলো সিগমা ব্যাখ্যা কর?
৬.অবস্থান্তর মৌল এর বৈশিষ্ট লিখো?
৭.সমযোজী বন্ধন আয়নিক বন্ধন অপেক্ষা দুর্বল কেন?
৮.সিগমা বন্ধন কীভাবে গঠিতো হয়?

চতুর্থ অধ্যায়:রাসায়নিক পরিবর্তন(অংশিক)
জ্ঞানমূলক প্রশ্ন:
১.সবুজ রসায়ণ কী?
২.গ্রিন কেমিস্ট্রির নীতিটি লিখো?
৩.বিক্রিয়ার হার কী?
৪.সক্রিয়ণ শক্তি কী?
৫.প্রভাবক কী?
৬.তাপহারী বিক্রিয়া কাকে বলে?
৭.প্রভাবক সহায়ক কী?
৮.প্রভাবক বিষ কী?
৯.সাম্যবস্থা কী?
১০.লা শাতেলিয়ারের নীতিটি লিখো?
১১.ভর ক্রিয়ার সুত্রটি লিখো?
১২.বাফার ক্রিয়া কী?

অনুধাবনমূলক প্রশ্ন:
১.রাসায়নিক সাম্যবস্থা বলতে কী বোঝায়?
২.সক্রিয়ন শক্তি বিক্রিয়ার হারকে প্রভাবিতো করে ব্যাখ্যা কর?
৩.এনজাইম কিভাবে বিক্রিয়ার গতি তরান্বিতো করে?
৪.রাসায়নি সাম্যবস্থা গতিশীল ব্যাখ্যা কর?
৫.সাম্যবস্থার উপর ঘনমাত্রার প্রভাব আলোচনা করো?
৬.শিল্পক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব ব্যাখ্যা কর?

৫ম অধ্যায়:কর্মমুখী রসায়ণ (অংশিক)
জ্ঞানমূলক প্রশ্ন:
১.খাদ্য নিরাপত্তা কী?
২.সুষম খাদ্য কাকে বলে?
৩.প্রিজারভেটিভস কী?
৪.ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস কী?
৫.সাসপেনশন কী?
৬.কোয়াগুলেশন কী?
৭.ট্যালক কী?
৮.ভিনেগার কী?
৯.মল্ট কী?
১০.সাদা ভিনেগার কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন:
১.খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা ব্যাখ্যা কর?
২.শীতকালে কোল্ডক্রিম ব্যবাহার করা হয় কেন?
৩.প্রিজারভেটিভস খাদ্যবস্তুকে সংরক্ষণ করে কিভাবে ?
৪.মাখনকে পানিমুক্ত করা জড়–রী কেন?
উপরে আমি যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করেছি সেগুলো খুবই গুরুত্বপুর্ন প্রশ্ন।আশা করি এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন পাওয়া যাবে।যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে সেহুলো একটু ভালো করে পড়লেই রসায়ন প্রথম পত্রে ভালো মার্ক পাওয়া সম্ভব।

১. নাইট্রোজেন ও অক্সিজেন উভয়েই যথাক্রমে A এবং B নামক হাইড্রাইড গঠন করে। A এর সাথে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় C উৎপন্ন হয় যাতে তিন ধরনের বন্ধন বিদ্যমান।

ক. আয়নিকরণ শক্তি কী?
খ. ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য লিখ।
গ. A এবং B এর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি- যুক্তিসহ আলোচনা কর।
ঘ. A এবং B এর সংকরায়ন একই হলেও বন্ধন কোণ ভিন্ন কেন?

২. M একটি মৌল যার নিউক্লিয়ন সংখ্যা 40। এতে 20 টি নিরপেক্ষ মৌলিক কণিকা বিদ্যমান।

ক. সবুজ রসায়ন কী?
খ. খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা লিখ।
গ. M2+ আয়নটি বিক্রিয়াসহ সনাক্তকরণ কর।
ঘ. উদ্দীপকের মৌলটির ১১ ও ১৯-তম ইলেকট্রনের জন্য পাউলির বর্জননীতি প্রয়োগ করে দেখাও।

৩. শরিফ, আরিফ ও অনন্ত তাদেরকে ল্যাবে যথাক্রমে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার দ্রবণ তৈরি, প্রমিতকরণ ও নমুনা হাইড্রোক্লোরিক এসিডের ঘনমাত্রা নির্ণয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মোতাবেক শরিফ “ক” যন্ত্র ব্যবহার করে ১০০ মিলিলিটার দ্রবণ তৈরি করল কিন্তু আরিফ ও অনন্ত তাদের কাজ করতে গিয়ে দেখল তাদের প্রয়োজনীয় যন্ত্র “খ” এর স্টপারটি আটকে গেছে এবং যন্ত্রটির নিচের দিকে একধরনের লবণ সৃষ্টি হয়ে ছিদ্র পথে আটকে আছে।

ক. উদ্দীপকের “ক” ও “খ” যন্ত্র দুটির নাম লেখ।
খ. F সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কেন?
গ. উদ্দীপকের শরিফের কাজটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের আরিফ ও অনন্ত তাদের কাজে জটিলতা সৃষ্টির কারণ এবং এ থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।

৪. X, Y, Z পর্যায় সারণির ২য় পর্যায়ের তিনটি ক্রমিক অধাতব মৌল। মৌলত্রয়ের যোজ্যতা স্তরে যথাক্রমে ৩, ২ ও ১টি অযুগল ইলেকট্রন রয়েছে।

ক. আইসোটোপ কী?
খ. H-বন্ধন ব্যাখ্যা কর।
গ. X মৌলটির বিজোড় ইলেকট্রন দ্বারা পলির বর্জন নীতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ বিভবের ক্রম বিশ্লেষণ কর।

৫. নাইট্রোজেন এবং অক্সিজেন যথাক্রমে ‘X’ ও ‘Y’ নামক হাইড্রাইড যৌগ গঠন করে। উৎপন্ন যৌগ দুইটি সাধারণ অবস্থায় গ্যাসীয় এবং তরল অবস্থায় থাকে।

ক. অবস্থান্তর মৌল কী?
খ. SO3 এর জলীয় দ্রবণ প্রকৃতি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের যৌগদ্বয়ের ভৌত অবস্থার ভিন্নতার কারণ লিখ।
ঘ. উদ্দীপকের ‘X’ ও ‘Y’ যৌগে সৃষ্ট বন্ধন কোণের ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।

৬. 50 mL 0.5 M Na2CO3 দ্রবণের সাথে 5 mL 0.1M Ba(NO3)2 দ্রবণ যোগ করা হলো। 25 °C তাপমাত্রায় BaCO3 এর দ্রাব্যতা গুণফল 4.9 x 10-9।

ক. দ্রাব্যতা কী?
খ. একাধিক ইলেকট্রনবিশিষ্ট পরমাণুতে বোরের তত্ত্ব প্রযোজ্য নয় কেন?
গ. মিশ্রণে Na+ আয়নের ঘনমাত্রা g/L এবং mol/L এককে নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের মিশ্রণে কোনো অধক্ষেপ পড়বে কী না গাণিতিকভাবে যাচাই কর।

৭. A, B ও C যৌগ তিনটির আণবিক ভর যথাক্রমে 60, 34 এবং 40. A যৌগটি অম্লীয় প্রকৃতির হলেও B ও C ক্ষারকীয়।

ক. ফুড লেকার কী?
খ. কোল্ড ক্রিমের উপাদানগুলো লিখ।
গ. উদ্দীপকের A যৌগ দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল ব্যাখ্যা কর।
ঘ. B যৌগের ময়লা পরিষ্কার করা কৌশল ব্যাখ্যা কর।

৮. ল্যাবরেটরিতে বহুল ব্যবহৃত কয়েকটি রাসায়নিক দ্রব্য হলো NH3 দ্রব্য, H2SO4 এবং ধাতব Na। উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নোগুলোর উত্তর দাও।

ক. রাইডার ধ্রুবক কী?
খ. CaCl2 এবং AlCl3 লবণদ্বয়ের মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয় এবং কেন?
গ. ল্যাবরেটরিতে উল্লিখিত রাসায়নিক দ্রব্যগুলো কিভাবে সংরক্ষণ করা হয়?
ঘ. উদ্দীপকের রাসায়নিক দ্রব্যগুলোর অধিক ব্যবহার পরিবেশ এবং মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ- বিশ্লেষণ কর।

৯. জনৈক শিক্ষার্থী পরীক্ষাগারে 10 g অনার্দ্র Na2CO3 কে পানিতে দ্রবীভূত করে 100 mL দ্রবণ তৈরি করে। উক্ত দ্রবণের 10 mL কে প্রশমিত করতে 10.5 mL H2SO4 প্রয়োজন।

ক. 4 ডিজিট ব্যালেন্স কী?
খ. সেমিমাইক্রো পদ্ধতি পরিবেশ বান্ধব- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের এসিডটির ঘনমাত্রা ppm এককে নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের কার্যক্রম সম্পূর্ণ করতে যে যন্ত্রগুলো প্রয়োজন তা আয়তন মাত্রিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। উক্তিটি বিশ্লেষণ কর।

১০.সুমন একটি কঠিন পদার্থ বিশ্লেষণের জন্য পদ্ধতি -২ এ 100 mg এবং পদ্ধতি-২ অনুসারে 10 mg মেপে নেয়। একই সাথে একটি তরল পদার্থ বিশ্লেষণের জন্য পদ্ধতি-১ অনুসারে 4 mL এবং পদ্ধতি ২ অনুসারে 0.1 mL পরিমাপ করে নেয়।

ক. রাইডার ধ্রুবক কী?
খ. ল্যাবরেটরিতে ওয়াটার বাথ ব্যবহার করা হয় কেন?
গ. উদ্দীপকের ২নং পদ্ধতির অসুবিধাসমূহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কোন পদ্ধতি পরিবেশ বান্ধব? বিশ্লেষণ কর।

১১. Q, R ও T মৌলদ্বয়ের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 7 ও 15।

ক. সাসপেনশন কী?
খ. ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের পরিমিত
ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. Q ও R একই সংকরণ প্রদর্শন করলেও তাদের হাইড্রাইডের আকৃতি ভিন্ন- ব্যাখ্যা কর।
ঘ. ক্লোরিনের সাথে R একটি যৌগ গঠন করলেও T দুটি যৌগ গঠন করে- বিশ্লেষণ কর।

১২. মোমেন ল্যাবরেটরিতে গবেষণার জন্য দুটি পদ্ধতি নির্বাচন করে। সে একটি কঠিন রাসায়নিক পদার্থকে বিশ্লেষণের জন্য পদ্ধতি-১ এ 50 mg এবং পদ্ধতি ২-এ 5 mg ভর পরিমাপ করে নেয়। এরপর সে একটি তরল রাসায়নিক পদার্থকে বিশ্লেষণের জন্য পদ্ধতি ১-এ 1 mL এবং পদ্ধতি ওও-এ 0.1 mL আয়তন পরিমাপ করে নেয়।

ক. পরিমাপক ফ্লাস্ক কী?
খ. ডিজিটাল ব্যালেন্স ব্যবহারে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত ২ নং পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ উল্লেখ কর।
ঘ. ১ ও ২-নং পদ্ধতির মধ্যে তুলনামূলক অবস্থান তুলে ধর।

১৩. 143.5 আণবিক ভর বিশিষ্ট একটি দুর্বল তড়িৎবিশ্লেষ্য লবণ MA জলীয় দ্রবণের বিভিন্ন তাপমাত্রায় দ্রাব্যতার পরিবর্তন দেখানো হলো।

ক. অরবিটাল কী?
খ. অ্যাটম ইকোনমি বলতে কী বুঝ?
গ. 35 °C তাপমাত্রায় লবণটির দ্রাব্যতার গুণফল বের কর।
ঘ. লবণটির দ্রবণে NaCl যোগ করলে দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে- বিশ্লেষণ কর।

HSC Exam Suggestion 2024 Subject: Chemistry 1st Paper. The HSC exam is given below. And those who are only asking for passing marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good numberless will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to the HSC students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group