প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ইলেকট্রনিক্স মাস্টার্স ফাইনাল বর্ষ প্রিমিয়াম সাজেশন ২০২৪ বিভাগ পদার্থবিজ্ঞান

মাস্টার্স ফাইনাল বর্ষ ২০২৪
বিভাগ পদার্থবিজ্ঞান
বিষয় ইলেকট্রনিক্স 312705

প্রিমিয়াম সাজেশন

ক বিভাগের জন্য PDF ফাইল চর্চা করতে হবে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রোগ্রাম কাউন্টার ব্যাখ্যা কর। ১০০%
২। AM ও FM-এর পার্থক্য লেখ। ১০০%
৩। একটি JK ফ্লিপ-ফ্লপকে কীভাবে T ফ্লিপ-ফ্লপ ও D ফ্লিপ-ফ্লপে রূপান্তরিত করা যায়? ১০০%
৩। A/D এবং D/A কনভার্টার-এর প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
অথচ, ADC এবং DAC এর মধ্যে পার্থক্য কর।
৫। একটি বাইনারি কাউন্টারের কার্যনীতি চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৬। বিভিন্ন প্রকারের সিস্টেস বাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ১০০%
৭। ডেসিমেল ডিকোডারের কার্যক্রম ব্যাখ্যা কর। ১০০%
৮। ইন্টারফেস কী? এর প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৯। ডি-ল্যাচ কী? ইহা কীভাবে কাজ করে? ১০০%
১০। সেট ও রিসেট কী? ফ্লিপ ফ্লপে Clock ব্যবহার করা হয় কেন? ১০০%
১১। একটি ল্যাডার বর্তনীর (1010) ইনপুটের জন্য আউটপুট ভোল্টেজ নির্ণয় কর। যেখানে v = 15 volt. ৯৯%
১২। গান ডায়োডের প্রয়োগগুলো উল্লেখ কর। ৯৯%
১৩। BCD ও ASCII কোডের পার্থক্য লেখ। ৯৯%
১৪। মডুলেশন ও ডিমডুলেশন কী? এদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ৯৯%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। একটি এজ ট্রিগার্ড JK ফ্লিপ-ফ্লপের কার্যক্রম তরঙ্গ প্রকৃতিসহ ব্যাখ্যা কর। ১০০%
২। স্যাম্পলিং তত্ত্বটি বর্ণনা ও ব্যাখ্যা কর। ১০০%
৩। (ক) কী বোর্ড ও মাউসের মধ্যে মিল ও অমিলগুলো কী কী? ১০০%
(খ) DTL এবং TTL-এর পার্থক্য লেখ। ১০০%
৪। (ক) দেখাও যে, দশা মডুলেশন কম্পাঙ্ক মডুলেশন-এর একটি রূপ। ১০০%
(খ) একটি মডুলেটেড বাহক তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন voltage-এর মান যথাক্রমে 750 mv ও 250 mv হয়, তবে মডুলেশনের শতকরা হার কত? ৯৯%
৫। (ক) মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকম্পিউটারের মধ্যে পার্থক্য কী? ১০০%
(খ) ক্লাইস্ট্রনের সাহায্যে কীভাবে মাইক্রোওয়েভ তৈরি করা যায় আলোচনা কর। ১০০%
৬। ডিমডুলেশন কাকে বলে? একটি বিস্তার মডুলেশন প্রেরক যন্ত্রের ব্লক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের কার্যক্রম বর্ণনা কর। ১০০%
৭। JK ফ্লিপ ফ্লপ বলতে কি বুঝ?ডাটা কমিউনিকেশন ট্রাইস্টেট লজিকের ভূমিকা আলোচনা কর। ১০০%
৮। (ক) দেখাও যে, বিস্তার মডুলেশনে ব্যান্ড প্রস্থ সিগনাল কম্পাঙ্কের দ্বিগুণ। ১০০%
(খ) কেন নিম্ন কম্পাঙ্কের সংকেত দূরে প্রেরণ করা যায় না? ১০০%
৯। (ক) চিত্রসহ AM ট্রান্সমিটারের বিভিন্ন অংশের বর্ণনা দাও। ১০০%
(খ) সাইড ব্যান্ড ও সাইড ব্যান্ড ক্ষমতা বলতে কী বুঝ? ১০০%
১০। একটি কম্পিউটার সিস্টেমের ব্লক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা দাও। ৯৯%
১১। কম্পিউটারের প্রোগ্রামিং বলতে কী বুঝায়? মাইক্রোকম্পিউটারের পাঁচটি মূল ইউনিটের নাম লেখ এবং তাদের প্রধান কাজের বর্ণনা দাও। ৯৯%
১২। (ক) ALU এর কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
(খ) মাইক্রোপ্রসেসর এর সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
১৩। চিত্রসহ 4 × 1 লাইন মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী বর্ণনা কর। ৯৯%
১৪। একটি ডুয়াল স্লোপ ইন্টিগ্রেশন ধরনের ADC বর্তনীর কার্যক্রম বর্ণনা কর । ৯৯%

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group