প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

কুরআনিক স্টাডিজ “ইসলাম শিক্ষা”প্রথম পত্র চূড়ান্ত প্রিমিয়াম সাজেশন ডিগ্রি ১ম বর্ষ বিষয় কোড : ১১১৮০১

প্রিমিয়াম সাজেশন
ডিগ্রি ১ম বর্ষের “ইসলাম শিক্ষা”প্রথম পত্র চূড়ান্ত প্রিমিয়াম সাজেশন
বিষয়:কুরআনিক স্টাডিজ
বিষয় কোড : ১১১৮০১

ক বিভাগ

ইফকের ঘটনার প্রধান হোতা কে?
উত্তর: ইফকের ঘটনার প্রধান হোতা মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই।
১৬. فَاجْلِدُوا অর্থ কী?
উত্তর: বেত্রাঘাত করা।
১৭. لِعَانُ অর্থ কী?
উত্তর: ও অর্থ পারস্পরিক অভিসম্পাত করা, পরস্পর পরস্পরের ধ্বংস কামনা করা।
১৮. طَائِفَةُ অর্থ কী?
উত্তর: সম্প্রদায় বা দল।
১৯. مشكوة শব্দের অর্থ কী?
উত্তর: مشکوة শব্দের অর্থ তাক, যে তাকের উপর প্রদীপ , বই ইত্যাদি রাখা হয়।
২০. ও (ফাহ) শব্দের অর্থ কী?
উত্তর: ফাতহ শব্দের অর্থ বিজয়, সাফল্য।
২১. বাইয়াত শব্দের অর্থ কী?
উত্তর: অঙ্গীকার।
২২. হুদায়বিয়ার সন্ধি কত বছর স্থায়ী ছিল?
উত্তর: দু’বছর স্থায়ী ছিল।
فَتْحًا مُّبِينًا 20
উত্তর : فَتْحًا مُّبِينًا অর্থ প্রকাশ্য বিজয়, সুস্পষ্ট বিজয়।
২৪. সুন্নাত শব্দের অর্থ কী?
উত্তর: সুন্নাত শব্দের অর্থ রীতিনীতি।
২৫. يَدُ اللهِ অর্থ কী?
উত্তর : يَدُ الله অর্থ আল্লাহর হাত।
২৬. হুদায়বিয়া কিসের নাম?
উত্তর: হুদায়বিয়া একটি কূপের নাম।
২৭. মক্কা বিজয় কখন হয়? উত্তর: ৮ম হিজরি মোতাবেক ৬৩০ ঈসায়ী সালে মক্কা বিজয় হয়।
২৮. হুজরাত )حجرة( শব্দের অর্থ কী?
উত্তর: হুজরাত শব্দের অর্থ প্রাচীর, গৃহ, কক্ষ ইত্যাদি।
২৯. সূরা আল-হুজুরাত কোন গোত্রের উদ্দেশ্যে নাজিল হয়?
উত্তর: সূরা আল-হুজুরাত বনু-তামীম গোত্রের উদ্দেশ্যে নাজিল হয়।
৩০. সূরা আল-হুজুরাত কখন নাজিল হয়েছে?
উত্তর: সূরা আল-হুজুরাতে মাদানি যুগের শেষভাগে নাজিল হয়েছে।
৩১. কত হিজরিতে সূরা আল হুজুরাত নাযিল হয়? উত্তর: নবম।
৩২. لا تَجسُّوْا শব্দের অর্থ কী?
উত্তর: গোয়েন্দাগিরি করো না বা গোপন বিষয়ে সন্ধান করো না।
৩৩ . ইসলামে মর্যাদার মাপকাঠি কী?
উত্তর: ইসলামে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া বা পরহেজগারিতা।
১১
৩৪. কে সবচেয়ে বেশি মর্যাদাবান?
উত্তর: যে সবচেয়ে বেশি তাকওয়াবান, সে সবচেয়ে বেশি মর্যাদাবান।
৩৫. কার অগ্রগামী হওয়া যাবে না?
উত্তর: নেতার অগ্রগামী হওয়া যাবে না।
৩৬. কার আনুগত্য করা ফরজ?
উত্তর: আল্লাহ, রাসূল ও নেতার আনুগত্য করা ফরজ।
৩৭. কোন জিনিস মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে?
উত্তর: গোত্রীয় ও বংশগত বৈষম্য।
৩৮. رَاشِدُونَ অর্থ কী?
উত্তর: অর্থ সঠিক পথের অনুসারী।
৩৯. يَرْمُونَ ইয়ারমুনা শব্দের অর্থ কী?
উত্তর: তারা মিথ্যা অপবাদ দেয়।

খ-বিভাগ: সংৰিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
১. ওহি বলতে কী বুঝ? ওহি কত প্রকার ও কী কী?
২. মাদানী সূরা বলতে কী বুঝায়? মাদানী সূরার বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. সূরা আন্-নূর অবতীর্ণের কারণ ও সময়কাল লিখ।
৪. সূরা নূরের আলোকে পর্দার বিধান আলোচনা কর।
৫. অবিবাহিত ব্যভিচারীর শান্তি বর্ণনা কর।
৬. অপরের ঘরে প্রবেশের বিধান বা পদ্ধতি কী?
اللهُ نُوْرُ السَّمَوَاتِ وَالْأَرْضِ ٩٠-এর তাৎপর্য লিখ।
৮. নিম্নোক্ত আয়াতটির ব্যাখ্যা কর
لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هُذَا إِفْكٌ مُّبِين – ৯.
নিম্নোক্ত আয়াতটির ব্যাখ্যা কর (আয়াত নং ২৪)
১০. বায়য়াতে রিদওয়ানের গুরুত্ব বর্ণনা কর।
يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ الْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ –
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأَ فَتَبَيَّنُوا ….. مَا فَعَلْتُمْ نَادِمِينَ .دد
অথবা, বায়য়াতে রিদওয়ানের তাৎপর্য বর্ণনা কর।

১২. সূরা হুজুরাতে বর্ণিত সামাজিক বিধানাবলি সংক্ষেপে লিখ।
وَجَعَلْنَكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ٥٥٠
১৪. নিম্নোক্ত আয়াতটির ব্যাখ্যা কর। (আয়াত নং ১২)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ –
ا ن ا لا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ . কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

১. সূরা আন-নূরের নামকরণ এবং অবতীর্ণের কারণ বর্ণনা কর।

২. সূরা আন্-নূর এর আলোকে ইসলামের সামাজিক বিধানগুলো আলোচনা কর।

৩. নারী নির্যাতনের কারণ ও নারী নির্যাতন প্রতিরোধে সূরা আন্-নূরে বর্ণিত বিধানসমূহ আলোচনা কর।

৪. ‘ইফক’ বলতে কী বুঝ? সূরা আন্-নূরের আলোকে ‘ইফক’ সম্পর্কে আলোচনা কর।

৫. সূরা আন্-নূর এর আলোকে ইসলামের ফৌজদারি দণ্ডবিধি বিশদভাবে বর্ণনা কর।
৬. নিম্নোক্ত আয়াতসমূহের অনুবাদ কর (আয়াত নং- ১৮-২০)
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا –
وَمَغَانِمَ كَثِيرَةً يَأْخُذُوْنَهَا وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا –
وَعَدَكُمُ اللَّهُ مَغَانِمَ كَثِيرَةً تَأْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هُذِهِ
وَكَفَّ أَيْدِيَ النَّاسِ عَنْكُمْ وَلِتَكُونَ آيَةٌ لِلْمُؤْمِنِينَ وَيَهْدِيَكُمْ صِرَاطًا مُسْتَقِيمًا –

৭. নিম্নোক্ত আয়াতসমূহের অনুবাদ কর (আয়াত নং- ২৮-২৯)

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُوْلَهُ بِالْهُدَى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا – مُحَمَّدٌ الرَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَةَ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيْمَاهُمْ فِي
وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ اَخْرَجَ شَطْأَهُ فَأَزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَاعَ
لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةٌ وَأَجْرًا عَظِيمًا –

৮. সূরা আল-ফাতহের বিষয়বস্তু লিখ।

৯. হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব আলোচনা কর।

১০. নিম্নোক্ত আয়াতসমূহের অনুবাদ কর (আয়াত নং ৬-৮)
[জাবি- ২০২০]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأُ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ – وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُمْ وَلَكِنَّ اللهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيْمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوْبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ – فَضْلًا مِّنَ اللَّهِ وَنِعْمَةً وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
১১. সূরা আল হুজুরাত নাযিলের প্রেক্ষাপট আলোচনা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group