জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

উদ্ভিদবিজ্ঞান বিভাগ অনার্স ২য় বর্ষ বিষয়- Taxonomy of Angiosperms সাজেশন

উদ্ভিদবিজ্ঞান বিভাগ অনার্স ২য় বর্ষ বিষয়- Taxonomy of Angiosperms সাজেশন ২০২২ ২য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
বিষয় – taxonomy of Angiosperms

ক বিভাগ
১. প্রজাতির সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রজাতি হলো মৌলিক ট্যাক্সন।সর্বাধিক মিল সম্পন্ন এক দল জীব যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্য প্রজাতির সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। এরুপ একদল জীবের সমষ্টিকে প্রজাতি বা Species বলে।
২. দ্বিপদ নামকরণের জনক কে?
উত্তরঃ সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস।
৩. ওমেগা ট্যাক্সোনমি কি?
উত্তরঃ পর্যাপ্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত শ্রেণিবিন্যাস পদ্ধতিসমূহকে ওমেগা ট্যাক্সোনমি বলা হয়।
৪. দ্বি-নিষেক কি?
উত্তরঃ একটি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকে নিষেক এবং অন্য একটি শুক্রাণুর সাথে ভ্রূণ থলির গৌণ নিউক্লিয়াসের মিলনকে ত্রি-মিলন বলে।আর নিষেক ও ত্রি-মিলনকে একত্রে দ্বি-নিষেক বলা হয়।
৫. বেসি’র ক্যাকটাস কী?
উত্তরঃ Charles Edwin bessy আমেরিকার শ্রেণিবিন্যাসবিদ।তিনি ১৯৯৫ সালে আবৃতবীজী উদ্ভিদের একটি শ্রেণিবিন্যাস পদ্ধতি ছক আকারে প্রকাশ করেন যাকে বেসির ক্যাকটাস বলে।
৬. ICBN এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ International Code of Botanical Nomenclature।
৭. সিনোনিম কি?
উত্তরঃ কোনো উদ্ভিদের শুদ্ধভাবে প্রকাশিত একাধিক নাম হতে কোড এর নীতি অনুযায়ী একটি শুদ্ধ নাম ধরা হয় এবং অন্য নামগুলোকে সিনোনিম বলা হয়।
৮. পূর্বাধিকার নীতি কী?
উত্তরঃ গোত্র বা গোত্রের নিম্নস্তরের ট্যাক্সোনের যদি একাধিক নাম থাকে তবে সম্পূর্ণ বর্ণনাসহ প্রথম প্রকাশিত নামটি আইন সিদ্ধ হয়। ICBN এর এই নীতিকে পূর্বাধিকার নীতি বলে।
৯. হার্বেরিয়াম কী?
উত্তরঃ উদ্ভিদের নমুনা সমুহকে শুকানোর পর শনাক্তকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় অংশসহ শুকিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিকে যে গৃহে রাখা হয় তাকে হার্বেরিয়াম বলে।
১০. হার্বেরিয়াম শীট কী?
উত্তরঃ যে শীটের মাধ্যমে হার্বেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনা আটকানো হয় তাকে হার্বেরিয়াম শীট বলে।
১১. ভাস্কুলাম কী?
উত্তরঃ ভাস্কুলাম হচ্ছে নমুনা বহনের জন্য একটি দরজা বা কব্জাযুক্ত হালকা ধাতব পাত্র।এর দৈর্ঘ্য প্রায় ৫০ সে.মি, প্রস্থ ২০ সে.মি এবং উচ্চতা ২৫ সে. মি।
১২. হার্বেরিয়াম শীটের আদর্শ আকার উল্লেখ কর।
উত্তরঃ ১১ ১\২ × ১৬ ১/২ ইঞ্চি।
১৩. ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য কাকে বলে?
উত্তরঃ যে সেকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের শ্রেণিবিন্যাস করা হয় তাকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বলে।
১৪. কেমোট্যাক্সোনমি কী?
উত্তরঃ উদ্ভিদের শ্রেণিবিন্যাসকরণ কাজে জৈব রসায়নের জ্ঞান ব্যবহার করার পদ্ধতিকে রাসায়নিক শ্রেণি বিন্যাস করণ বা কেমোট্যাক্সোনমি বলে।
১৫. প্রাথমিক বিপাকীয় বস্তু কি?
উত্তরঃ যে সকল বৃহৎ অনু যৌগ সরাসরি বিপাক প্রক্রিয়ার অংশগ্রহণ করে তাকে প্রাথমিক বিপাকীয় বস্তু বলে। যেমন-প্রোটিন
১৬. টারশিয়ারি সিম্যানটিড কি?
উত্তরঃ RNA থেকে translation প্রক্রিয়ায় যে এনজাইম উৎপন্ন হয় তাকে টারশিয়ারি সিম্যানটিড বলে।
১৭. একটি টারশিয়ারি সিম্যানটিডের উদাহরণ দাও।
উত্তরঃ প্রোটিম,এমাইনো এসিড।
১৮. সেরোলজি কি?
উত্তরঃ এন্টিজেন-এন্টিবডি বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ প্রোটিনের বিশ্লেষণ তথা সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়ের প্রক্রিয়াকে সেরোলজি বলে।
১৯. ক্রোমাটোগ্রাফী কি?
উত্তরঃ কোনো মাধ্যমের মধ্য দিয়ে ধাবমান দ্রাবকের সহায়তায় একাধিক যৌগের মিশ্রণ থেকে যৌগগুলোকে পৃথক করার প্রক্রিয়াকে ক্রোমাটোগ্রাফি বলে।
২০. ইডিয়োগ্রামের সংজ্ঞা দাও।
উত্তরঃ ক্রোমোজোমের আকার আকৃতি ও গঠন চিত্র যে যন্ত্রের সাহায্যে দেখা যায় তাকে ইডিয়োগ্রাম বলে।এটা কোনো জীবের ক্যারিওটাইপের নকশা বা চিত্রকূপ।
২১. B-Chromosome কী?
উত্তরঃ জীবদেহের স্বাভাবিক ক্রোমোসোম ব্যতীত বিশেষ আকার,আকৃতি,গঠন ও কাজ সম্পন্নকারী ক্রোমোজোমকে B-chromosome বলে।
২২. সংখ্যাবাচক ট্যাক্সোনমি কাকে বলে?
উত্তরঃ কম্পিউটারের সাহায্যে শ্রেণিকরনের উপাত্তের গাণিতিক বিশ্লেষণ এবং শ্রেণিবিন্যাস তত্ত্বে এর প্রয়োগকে সংখ্যাবাচক ট্যাক্সোনমি বলে।
২৩. ডেনডোগ্রাম এর সংজ্ঞা দাও।
উত্তরঃ ডেনডোগ্রাম হলো কম্পিউটারে সর্বাধিক সমতার ভিত্তিতে অর্থাৎ সর্বাধিক সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে OTU গুলো বেছে নেওয়ার একটি পদ্ধতি।
২৪. OTU – এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ Operational Taxonomic Units.
২৫. Phenon কি?
উত্তরঃ OTU সমূহের সমতা যুক্ত গ্রুপকে Phenon বলে।অর্থাৎ ডেনডোগ্রামের সমতার শতকরা মানের ভিত্তিতে যে নির্দেশক গ্রুপের সৃষ্টি হয় তাকে Phenon বলে।
২৬. ইকোটাইপের সংজ্ঞা দাও।
উত্তরঃ একটি সুনির্দিষ্ট পরিবেশে অভিযোজিত কিন্তু একই ইকোস্পেসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে যৌন মিলনে উর্বর শংকর উৎপাদনে সক্ষম উদ্ভিদ সমষ্টিকে ইকোটাইপ বলে।
২৭. ইকোস্পেসিস কী?
উত্তরঃ ইকোস্পেসিস হলো এমন উদ্ভিদ সমষ্টি যারা অপর একটি উদ্ভিদ সমষ্টির সাথে যৌন মিলনে আংশিক নির্জীব শংকর উৎপাদন করে।
২৮. বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি বলতে কী বুঝায়?
উত্তরঃ বায়োসিস্টেমিক্স ক্যাটাগরি বলতে একটি উদ্ভিদ সমষ্টিকে জীবন্ত ক্ষুদ্র এককে পৃথকীকরন ও শনাক্তকরণ এবং তাদেরকে বিশেষ উদ্দেশ্যে বিশেষ পর্যায় পর্যন্ত শ্রেণিবদ্ধভাবে বিন্যস্ত করাকে বোঝায়।
২৯. র‍্যাফাইড কি?
উত্তরঃ থানকচু,মুখিকচু প্রভৃতি উদ্ভিদের কান্ড ও পত্রবৃন্তের কোষের সূচের আকৃতির ন্যায় Calcium Oxalate এর কেলাস দেখতে পাওয়া যায়। একে র‍্যাফাইড বলা হয়।র‍্যাফাইড Araceae গোত্রের উদ্ভিদে পাওয়া যায়।

৩০. প্যাপাস কী?
উত্তরঃ বৃত্যংশগুলো যখন রুপান্তরিত হয় তখন সরু লোমের ন্যায় অঞ্চলকে প্যাপাস বলে।
৩১. Cucurbitaceae গোত্রের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তরঃ ১. Cucurbita maxima(মিষ্টি কুমড়া)
২. Cucumis Satives(শসা)
৩২. গাইনোবেসিক গর্ভদন্ড কোন গোত্রের উদ্ভিদে পাওয়া যায়?
উত্তরঃ Lamiaceae গোত্রের উদ্ভিদে পাওয়া যায়।
৩৩. ভার্টিসিলেস্টার পুষ্পবিন্যাস কোন গোত্রে পাওয়া যায়?
উত্তরঃ Lamiaceae গোত্রে।
৩৪. ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম কে ব্যাবহার করেন?
উত্তরঃ ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম A.P. de Candole(1813) সালে ব্যবহার করেন।
৩৫. গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যে সকল উদ্ভিদের ফুল,ফল ও বীজ উৎপন্ন হয় এবং বীজগুলো গর্ভাশয় দ্বারা আবৃত থাকে তাদেরকে আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদ বলে।
৩৬. দ্বিপদ নামকরণ কাকে বলে?
উত্তরঃ দুটি পদ গণ ও প্রজাতির সমন্বয়ে গঠিত নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে।
৩৭. ক্যামব্রিজ কোড কি?
উত্তরঃ উদ্ভিদ বিজ্ঞানীদের ৫ম আন্তর্জাতিক যা ১৯৩০ সালে ক্যামব্রিজে অনুষ্ঠিত হয়।
৩৮. সিনটাইপ কি?
উত্তরঃ যখন Holotype নির্দেশিত থাকেনা কিন্তু একাধিক নমুনার উল্লেখ থাকে তখন উল্লেখিত নমুনাকে সিনোটাইপ বলে।
৩৯. হার্বেরিয়াম শীট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি?
উত্তরঃ ফিল্ড নোটবুক,খুরপি ও শাবল,কাচি,বিবর্ধক লেপ,ভাস্কুলার বা পলিথিন ব্যাগ, ব্লটিং পেপার বা পত্রিকা,উদ্ভিদচাপ যন্ত্র ইত্যাদি।
৪০. ভালো বৈশিষ্ট্য বা Good character কি?
উত্তরঃ জীবের বৈশিষ্ট্যসমূহ প্রধানত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।কতগুলো বৈশিষ্ট্য বিভিন্ন কারনে পরিবর্তিত হয় আবার কতগুলো হয় না।যে সকল বৈশিষ্ট্য সাধারণত পরিবর্তিত হয়না সে সকল বৈশিষ্ট্যকে ভালো বৈশিষ্ট্য বা Good character বলে।
৪১. বিপাকীয় বস্তু কি?
উত্তরঃ বিপাক প্রক্রিয়ায় যে সমস্ত বস্তু জীবদেহে সংশ্লেষিত হয় বা উৎপাদিত হয় তাদেরকে বিপাকীয় বস্তু বলা হয়।
৪২. সিম্যানটিড কি?
উত্তরঃ যে সমস্ত বৃহৎ অণু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বংশগতির সাথে তথা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সাথে যুক্ত তাদেরকে সিম্যানটিড বলে।
৪৩. বাইনারি কোডিং কি?
উত্তরঃ বাইনারি কোডিং হলো কোডিং এর একটি সরল পদ্ধতি।সাধারণত এর সাহায্যে নির্বাচিত বৈশিষ্ট্যকে 1,2,3,5,6…… ইত্যাদি সংকেতে রূপান্তরিত করে (+) বা (-) চিহ্ন বসিয়ে কোডিং করা হয়।
৪৪. Cluster analysis বা ক্লাস্টার বিশ্লেষণ কি?
উত্তরঃ কম্পিউটারের সহায়তায় সমতার ভিত্তিতে সর্বাধিক সমতুল্য OTU গুলোকে পাশাপাশি সংস্থাপন করাকে ক্লাস্টার বিশ্লেষণ বলে।
৪৫. সায়াথিয়াম কী?
উত্তরঃ যখন অনেকগুলো মঞ্জুরিপত্র পরস্পর সংযুক্ত হয়ে পেয়ালাকার ইনভোলুক্রি গঠন করে যার কেন্দ্রে একটি স্ত্রী পুষ্প এবং তার চতুর্দিকে পুংপুষ্প সৃষ্টি হয় তখন তাকে সায়াথিয়াম বলে।
৪৬. স্পাইকলেট কী?
উত্তরঃ একটি বা কয়েকটি অবৃন্তক পুষ্পযুক্ত ক্ষুদ্রাকৃতির স্পাইককে স্পাইকলেট বলে। একটি স্পাইকলেটে সাধারণত একজোড়া পুষ্পবিহীন শূণ্য গ্লুম এবং এক বা একাধিক পুষ্পগুম থাকে।
৪৭. Rubiaceae গোত্রের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তরঃ 1. Coffea arabica(কফি)
2. Ixora coccinea(রঙ্গন)
৪৮. Lamiaceae গোত্রের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তরঃ 1. Ocimum Sanctum(তুলসী)
2. Mentha arvensis(পুদিনা)

খ বিভাগ
১. ট্যাক্সোনমির উদ্দেশ্য ও গুরুত্ব লিখ।
২. আবৃতবীজী ও নগ্নবীজী উদ্ভিদের পার্থক্য লিখ।
৩. উদাহরণসহ কৃত্রিম, প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণিবিন্যাসের সংজ্ঞা দাও।
৪. আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি বিষয়ে বেনিটিটালিয়ান ও নেটালিয়ান মতবাদের পার্থক্যগুলো কী?
৫. ICBN এর নীতিমালা লিখ।
৬. অবস্থান উল্লেখপূর্বক পৃথিবীর বিখ্যাত চারটি হার্বেরিয়ামের নাম লিখ।
৭. হার্বেরিয়াম শীট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ লিখ।
৮. উদ্ভিদ শ্রেণিবিন্যাসে ব্যাবহৃত Taxonomic ও Diagnostic বৈশিষ্ট্য বলতে কী বোঝায়?
৯. ডারউইন পূর্ববর্তী ও পরবর্তী শ্রেনিবিন্যাস পদ্ধতির পার্থক্য লিখ।
১০. কেমোট্যাক্সোনমির ব্যাবহার উল্লেখ কর।
১১. দ্বিবীজপত্রী ও একবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লিখ।
১২. উদাহরণসহ প্রাথমিক মেটাবোলাইটস্ , গৌণ মেটাবোলাইটস্ এবং সিম্যানটিডস -এর সংজ্ঞা দাও।
১৩. Lamiaceae গোত্রের বৈশিষ্ট্য ও পুষ্পসংকেত লিখ।
১৪. বাংলাদেশের জাতীয় হার্বেরিয়ামের বর্ণনা দাও।
১৫. আবৃতবীজী উদ্ভিদের আদি ও উন্নত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১৬. সাইটোট্যাক্সোনমি, ক্যারিওটাইপ ও ইডিওগ্রামের সংজ্ঞা দাও। অথবা Cytotaxonomy ও ক্যারিওটাইপ সম্পর্কে লিখ।
১৭. Euphorbiaceae গোত্রের পুষ্পপ্রতীক আঁক।
১৮. নিম্নলিখিত জোড়গুলোর পার্থক্য লিখঃ
(ক) ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স।
(খ) Cyperaceae ও Poaceae গোত্র।

“গ”বিভাগ
১. সমালোচনাসহ বেসি-এর শ্রেণিবিন্যাস পদ্ধতির বর্ণনা কর।
২. Magnoliopsida উদ্ভিদ গ্রুপের উৎপত্তি ও বিবর্তনের ধারা বর্ণনা কর।
৩. ট্যাক্সোনোমিক সমস্যা সমাধানে ব্যাবহৃত কোষতত্ত্বীয় বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর এবং এসব বৈশিষ্ট্যের সফল প্রয়োগ উদাহরণসহ বর্ণনা কর। অথবা
উদ্ভিদ শ্রেনিবিন্যাসকরণে যে সকল ক্রোমোজোমীয় বৈশিষ্ট্য ব্যাবহৃত হয় উদাহরণসহ তা বর্ণনা কর।
৪. বায়োসিস্টেমেটিক্স কী?বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরিসমূহ বর্ণনা কর।
৫. সমালোচনাসহ এঙ্গালার প্রান্টলের শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।
৬. এঙ্গালার-প্রান্টল,বেসি ও হাচিনসনের শ্রেণিবিন্যাসের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
৭. ক্লাস্টার বিশ্লেষণ ও ডেনডোগ্রাম প্রস্তুত প্রণালি বর্ণনা কর।
৮. ট্যাক্সোনমিতে ক্রোমোজমের গুরুত্ব বর্ণনা কর।
৯. সংখ্যাবাচক শ্রেণিবিন্যাস তত্ত্বের সীমাবদ্ধতা উল্লেখ কর।
১০. Orchidaceae ও Fabaceae(Compositae)গোত্রের পুষ্পীয় বৈশিষ্ট্যের মধ্যে তুলনা কর।
১১. পার্থক্য লিখঃ
(ক) দীর্ঘদ্বয়ী ও দীর্ঘচতুষ্টয়ী পুংকেশর।
(খ) গাত্রীয় ও বহুপ্রান্তীয় অমরাবিন্যাস।
(গ) অধিগর্ভ ও অধোগর্ভ গর্ভাশয়।
(ঘ) স্পাইকলেট ও সায়াথিয়াম পুষ্পবিন্যাস।
(ঙ) সর্বমুখ ও সাইনুয়াস পরাগধানী।

১২. নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে লিখঃ
1.নাম পরিবর্তন
2.প্রতীকীকরণ
3.প্রান্তীয় অমরাবিন্যাস
4.সংরক্ষিত নাম
5.সিনোনিম
১৩. টীকা-
1.ট্যাক্সার নামকরণ
2.বৈধ প্রকাশনা
3.পূর্বাধিকার নীতি
4.নাম বর্জন
5.DNA সংকরায়ন পদ্ধতি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group