উপবৃত্তি নিউজশিক্ষা খবর

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা: ফিনল্যান্ড সরকারি স্কলারশিপ বিজ্ঞপ্তি-২০২২ প্রকাশিত

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা:ফিনল্যান্ড সরকারি স্কলারশিপ বিজ্ঞপ্তি-২০২২ প্রকাশিত হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিনা বেতনে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম করার সুযোগ পাবেন শিক্ষার্থী। এই শিক্ষাবৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই। Finland Scholaeship For Bangladeshi Students 2022 Published.

এই স্কলারশিপের অধীন ফিনল্যান্ডে ২২টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। প্রার্থী যে বিষয় পড়তে চায় সেই বিষয় কোন বিশ্ববিদ্যালয় অফার করছেন তা খুঁজে আবেদন করতে হবে।

সুযোগ সুবিধাসমূহ: বিস্তারিত অফিশিয়াল https://www.studyinfinland.fi/ লিংকে

আবেদনের যোগ্যতা: ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই আইএলটিএস একাডেমিক ৬.০ ওভারঅল স্কোর থাকতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আইএলটিএস একাডেমিক স্কোর ৬.৫ ওভারঅল। তবে যাদের পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায় ছিল তারা মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ দিয়েও আবেদন করতে পারবেন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত।

ফিনল্যান্ডের নিজস্ব শিক্ষা ব্যবস্থা অনুযারী তাদের রাষ্ট্রভাষা মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। ফিনল্যান্ডের রাষ্ট্রভাষা হল দুটি- (১) ফিনিশ ভাষা (২) সুইডিশ ভাষা। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ফিনিশ ভাষায় শিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে বিশেষ করে আপনি যদি স্নাতক স্তরে পড়াশোনার জন্য ফিনল্যান্ডে যেতে চান। তাহলে আপনাকে ফিনিশ বা সুইডিশ ভাষার উপর ভালো দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অবশ্যই প্রাথমিক ভাষা দক্ষতা হিসেবে ইংরেজি জানতে হবে।

উচ্চশিক্ষার কাঠামো দু’ভাগে বিভক্ত । (১) স্নাতক স্তর ও (২) স্নাতকোত্তর স্তর। স্নাতকোত্তরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে- মাস্টার্স ও ডক্টোরাল।

স্নাতক স্তরে পড়াশুনা করার জন্য আপনাকে ভর্তি দিতে হবে ।ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রমানুসারে ৪টি বিশ্ববিদ্যালয়ের নাম নির্বাচন করতে পারবেন। স্নাতক কোর্সে ভর্তির জন্য টোফেল (TOEFL)-এ ৫৫০ স্কোর কিংবা আইইএলটিএস (IELTS)-এ কমপক্ষে ৬.০ স্কোরসহ এইচএসসি বা এর সমমান শিক্ষাগত যোগ্যতার যেকোন ব্যক্তি আবেদন করতে পারবে।ভর্তি পরীক্ষায় সাধারণত সাধারণ গণিত, আইকিউ (IQ), বিশ্লেষণাত্মক প্রশ্ন (Analytic Questions) এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকে। ভর্তি পরিক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পছন্দের ক্রমানুসারে যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হয়। ভর্তি পরীক্ষা সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হয়ে থাকে। আর অনলাইন আবেদন করার শেষ সময় সাধারণত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থাকে।

স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সাধারণত কোন ভর্তি পরীক্ষা দিতে হয় না। আপনাকে অনলাইনে আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম নির্বাচন করে আবেদন করতে। যোগ্যতা এবং বিশ্ববিদ্যালযয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আপনি যদি ভর্তির জন্য বিবেচিত হোন তাহলে নির্ধারিত বিশ্ববিদ্যালয় আপনাকে চিঠি কিংবা মেইল দিয়ে জানিয়ে দিবে।

যে সব বিষয়ে পড়াশুনার সুযোগ রয়েছে , স্নাতকঃ- বৃদ্ধি ও বৃদ্ধত্বকালীন সেবা (Human Ageing and Elderly Service), আন্তর্জাতিক বাণিজ্য (International Business), প্লাস্টিক প্রযুক্তি (Plastic Technology), তথ্য প্রযুক্তি (Information Technology), পরিবেশ প্রকৌশল (Environmental Engineering), নার্সিং (Nursing), সামাজিক সেবা (Social Services), ভ্রমণ ও আতিথেয়তা ব্যবস্থাপনা (Tourism and Hospitality Management), বাণিজ্য তথ্য প্রযুক্তি (Business Information Technology) এবং ইলেকট্রোনিক্স (Electronics)।

স্নাতকোত্তরঃ- শিল্পকলার ইতিহাস (Art History), সৃজনশীল লেখা (Creative Writing), সামাজিক গবেষণা পদ্ধতি (Social Science Research Methods), বয়স্ক শিক্ষা ও জীবনব্যাপী শেখা (Adult Education and Life-long learning), অর্থনীতি (Economics), অর্থনীতি, রাষ্ট্র ও সমাজ (Economics, State and Society), গণতন্ত্র ও বৈশ্বিক পরিবর্তন (Democracy and Global Transformation), উন্নয়ন অধ্যয়ন (Development Studies), গণমাধ্যম ও বিশ্ব যোগাযোগ (Media and Global Communication),সংবাদ মাধ্যম অধ্যয়ন (Media Studies), উত্তর আমেরিকা অধ্যয়ন (North American Studies), ইউরোপ অধ্যয়ন (Europe Studies), ধর্ম, দ্বন্দ্ব ও সংলাপ (Religion, Conflict and Dialogue), আন্তর্জাতিক বাণিজ্যিক আইন (International Business Law), আন্তর্জাতিক গণ আইন (International Public Law), মেডিকেল ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, জনস্বাস্থ্য (Public Health), প্যাথলজি, মহাকাশ গবেষণা (Space Research), বায়োকেমিস্ট্রি (Biochemistry), খাদ্য বিজ্ঞান (Food Science), খাদ্য রসায়ন (Food Chemistry), জীব-প্রযুক্তি (Biotechnology), জৈব তথ্য-প্রযুক্তি (Bioinformatics), বাস্তুবিদ্যা (Ecology), পরিবেশ বিজ্ঞান (Environmental Sciences), জীববৈচিত্র্য (Biodiversity), জৈব রসায়ন ও রাসায়নিক বিশ্লেষণ (Organic Chemistry and Chemical Analysis), জৈব রসায়ন ও রাসায়নিক জীববিজ্ঞান (Organic Chemistry and Chemical Biology), তড়িত তথ্য প্রযুক্তি (Electronic Information Technology), ফলিত গণিত (Applied Mathematics), পরিসংখ্যান (Statistics) ইত্যাদি।

ফিনল্যান্ডের উল্লেখযোগ্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নামসহ তাদের অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানাঃ
1. University of Helsinki (http://www.helsinki.fi/university/)
2. Aalto University (http://www.aalto.fi/en/)
3. Arcada University of Applied Sciences (http://arcada.fi/en)
4. Haaga-Helia University of Applied Sciences (http://www.haaga-helia.fi/en)
5. Helsinki Metropolia University of Applied Sciences (http://www.metropolia.fi/en/)
6. Diaconia University of Applied Sciences
(http://www.diak.fi/en/Pages/default.aspx)
7. Laurea University of Applied Sciences
(http://www.laurea.fi/en/Pages/default.aspx)
8. University of Turku (http://www.utu.fi/fi/Sivut/home.aspx)
9. Turku University of Applied Sciences
(http://www.tuas.fi/public/default.aspx?nodeid=7563)
10. University of Tampere (http://www.uta.fi/english/)
11. Tampere University of Technology (http://www.tut.fi/en/)
12. Tampere University of Applied Sciences (http://www.tamk.fi/en)
13. University of Jyvaskyla (https://www.jyu.fi/en/)
14. Jyvaskyla University of Appliied Sciences (http://www.jamk.fi/english/)
15. University of Oulu (http://www.oulu.fi/english/)
16. Oulu University of Applied Sciences (http://www.oamk.fi/english/)
17. Abo Akademi University (http://www.abo.fi/?lang=en)
18. Lappeenranta University of Technology (http://www.lut.fi/web/en/)
19. University of Eastern Finland (http://www.uef.fi/en/home)
20. Satakunta University of Applied Sciences (http://www.samk.fi/english)
21. Centria University of Applied Sciences
(http://web.centria.fi/Default.aspx)
22. Hank University of Applied Sciences
(http://portal.hamk.fi/portal/page/portal/HAMK/In_English)
23. Kajaani University of Applied Sciences (http://www.kamk.fi/en)
24. Karelia University of Applied Sciences (http://www.karelia.fi/en/)
25. Kemi-Tornio University of Applied Sciences
(http://www.tokem.fi/In-English/Home)

আবেদন পদ্ধতি

আবেদন করতে যা যা লাগবে
১) পাসপোর্ট
২) একাডেমিক পেপারস
৩) সিভি/রিজিউম
৪) মোটিভেশন লেটার
৫) জন্ম নিবন্ধন (ইংরেজি)/জাতীয় পরিচয়পত্র
৬) আইএলটিএস (একাডেমিক)/মিডিয়াম অব ইন্সট্রাকশন

আবেদন করুন এখানে https://www.studyinfinland.fi/
আবেদনের শেষ তারিখ:

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group