উপবৃত্তি নিউজ

উপবৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের আবেদন ২৫ ফেব্রুয়ারির মধ্যে

উপবৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের আবেদন ২৫ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। ২০১৯-২০ অর্থবছরে উপবৃত্তি পেতে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে হবে শিক্ষার্থীদের। এ লক্ষ্যে উপবৃত্তির আবেদন ফরম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

২০১৯-২০২০ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু), বৌদ্ধ, খ্রিষ্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধি, প্রতিবন্ধি (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত), অটিস্টিক, উপজাতীয় (ক্ষুদ্র ণৃ-গোষ্ঠি), উপবৃত্তি টাকা বিতরণে এ আবেদন ফরম প্রকাশ করা হয়েছে। এসব উপবৃত্তির টাকা পেতে আগামী ২৫ ফেব্রুয়ারি মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে।

গতকাল ৯ ফেব্রুয়ারি বিষয়টি জানিয়ে সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, উপবৃত্তির আবেদন ফরম সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের। তথ্য ফরম পূরণ করে যথাযথভাবে তা পূরণ করে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের পাঠাতে হবে।

উপবৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের আবেদন ২৫ ফেব্রুয়ারির মধ্যে

এদিকে উপবৃত্তির আবেদনের দুইটি ফরম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ফরম নং ১ পূরণ করে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী অধ্যয়ণরত শিক্ষার্থীদের ও ফরম নং ২ পূরণ করে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করতে হবে। এসব ফরম পূরণ করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের বরাবর আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group