ডাচ্ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি 2023 Dutch Bangla bank DBBL scholarship Circular ডাচ্ বাংলা ব্যাংক বৃত্তি ,ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষা বৃত্তি ও ফলাফল ২০২৩– Dutch Bangla Bank Limited SSC Scholarship 2023 Notice Result: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, সামাজিক কল্যাণ কার্যক্রমের আওতায়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, ও স্নাতকসহ বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় 2023 সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তির আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে দেয়া হল।
বৃত্তির পরিমাণ ও সময়কালঃ
শিক্ষার স্তরঃ এইসএসসি
সময়কালঃ ২ বছর (নবায়নযোগ্য নয়)
মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা
ডাচ্ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি 2023 Dutch Bangla bank DBBL scholarship Circular
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা
(এসএসসি অথবা সমমান পরীক্ষায়) সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
জেলা শহর এলাকার অন্তর্গত বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
সিটি কর্পোরেশন এলাকার বাইরের/ গ্রামাঞ্চলের বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.৮২ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
আবেদন করার ওয়েবসাইট https://app.dutchbanglabank.com/DBBLScholarship