রেজাল্টশিক্ষা খবর

এইচএসসির পুনর্নিরীক্ষার ফলাফল 2024 HSC Board Challenge Result

এইচএসসির পুনর্নিরীক্ষার ফলাফল 2024 এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফলাফল 2024 প্রকাশ HSC Board Challenge Result এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলে অসন্তুষ্ট হওয়া পরীক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের ফল আগামীকাল (১০ মার্চ) প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।

বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার পুনঃনিরীক্ষার আবেদনের ফল প্রকাশ করা হবে। আমাদের বিধান রয়েছে ফল প্রকাশের ৩০ দিনের ভেতর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করতে হবে। সে অনুযায়ী ১০ মার্চ আমরা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করবো।

এইচএসসির পুনর্নিরীক্ষার ফলাফল 2023

।চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আজ রবিবার (১৩ মার্চ) প্রকাশ করা হবে। ফল প্রকাশের সামগ্রিক প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ১৩ ফেব্রুয়ারি। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।

এরপর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম। তিনি বলেন, এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। বেলা ১১টার পর যেকোন সময় ফল প্রকাশ হবে। যাদের ফল পরিবর্তন হয়েছে তারা মুঠোফোনে এসএমএস পাবেন।এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। পুনর্নিরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা ছিল।

The results of his re-examination are today. The results of this year’s HSC examination will be published on Sunday (March 13). The Inter-Education Coordination Board has completed the overall preparations for the publication of the results. This year’s exam was held in six papers of three non-section-wise subjects. As many as 14,03,244 candidates from 11 education boards appeared for the exam. The hsc and equivalent results were published on February 13. The side rate is 95.26 percent. This year, 1,89,169 students got GPA-5 in the HSC exam. The pass percentage is 95.26 percent. The HSC and equivalent examinations started on December 2 last year after almost eight months of scheduled time due to Corona.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group