রেজাল্টশিক্ষা খবর

এইচএসসির পুনঃনিরীক্ষণের আবেদন যেভাবে করতে হবে

এইচএসসির যেভাবে পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষাবোর্ড এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ২০২১ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয় আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি)। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ (একশত পঞ্চাশ) টাকা। দুই পত্র বিশিষ্ট বিষয়ের একটি পত্রে কিংবা দুইটি পত্রে আবেদন করতে পারবে। ম্যানুয়াল কোনও আবেদন গ্রহণ করা হবে না।করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর গত বছর ২ ডিসেম্বর শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া এই পরীক্ষায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উদাহরণ: ঢাকা বোর্ডের কোনও পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে message অপশনে RSC Dha 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যে কোনও মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

How to apply for re-examination of HSC. Students who are not satisfied with the results of HSC and equivalent examinations will have to apply for re-verification of results through SMS from Monday (February 14). The last day to apply is February 20. Re-audit can only be applied from Teletalk pre-paid mobile phones. There were a total of 14,03,288 candidates under 11 education boards in hsc, alim, hsc vocational, hsc business management, and diploma in commerce examinations 2021. Of these, 13,71,681 people participated. Out of the candidates who appeared for the exam, 13 lakh 6 thousand 718 passed. The pass percentage is 95.26 percent.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group