রেজাল্টশিক্ষা নিউজ

রবিবার সাড়ে ১১টায় এইচএসসির ফলাফল

রবিবার সাড়ে ১১টায় এইচএসসির ফলাফল।আগামীকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সের পরপরই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination ) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে।

HSC results at 11.30 pm on Sunday. The results of the higher secondary school certificate (HSC) and equivalent examination 2021 will be released tomorrow (February 13). According to the rules, Prime Minister Sheikh Hasina will inaugurate the process of publishing the results in the morning. The results will then be detailed. Soon after the education minister’s press conference, students will be able to know the result through the education ministry’s website and SMS.

Students can visit this (http://www.educationboardresults.gov.bd) website to know the results. On the website, the result will be known by selecting the roll number, the name of the examination, and the board and clicking on the submit button. According to the education minister’s office, the education minister will hold a press conference at 11.30 am tomorrow to present the details related to the results of the examination. It will be held at the International Mother Language Institute in the capital’s Segun Plantation.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group