মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ NU Masters Exam Result

মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৪ NU Masters Exam Result।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৯০ জন। আজ বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফল রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd ও www.nubd.info) থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৭টি বিষয়ে ১২ হাজার ৪০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৯০ জন। পাসের হার ৬৯ দশমিক ২৭ শতাংশ।

The results of the Masters First Part Examination 2022 have been released. The results of the 2018 Masters First Part (Old Syllabus) examination have been published under the National University. 8 thousand 590 people have passed it. This information was given in a press release sent from the Public Relations Department of the National University on Monday (February 8) afternoon.

The press release said the results will be available on the National University website (www.nu.ac.bd and www.nubd.info) from 8 pm. According to the press release, the results of the 2017 Masters 1st Part (Old Syllabus) examination have been released. In this examination, 12,400 candidates participated in 28 subjects. According to the published results, a total of 6,590 people have passed. The pass rate is 69.28 percent.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group