এসএসসি রেজাল্ট ২০২৪ কবে দিবে, সম্ভাব্য তারিখ জেনে নিন SSC Result। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ করা হবে ১২ মে। এই তিনদিনের যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত। এ মাসেই ফল প্রকাশ করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্ভাব্য তিনটি তারিখ নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
প্রথম প্রস্তাবনায় ১২ মে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। শুরুতে এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় সমন্বয় বোর্ড।
এসএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে দেখার জন্য শিক্ষাবোর্ডের (Intermediate and Secondary Education Boards Bangladesh) অফিশিয়াল ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd/) (https://eboardresults.com/v2/home) এ ভিজিট করতে হবে।
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SSC <স্পেস>DIN<স্পেস> 123456 <স্পেস> 2024 এবং মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।
এসএমএসে SSC ফল জানার উপায়:
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2024 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2024 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল প্রকাশের জন্য ২৮ জুলাই সময় চাওয়া হয়েছিলো। মালদ্বীপ সফরে থাকায় তিনি সময় দিতে পারেন নি। ফলে নতুন করে তিনদিন সময় চাওয়া হয়েছে। এর যে কোনো একদিই ফল প্রকাশ করা হবে।বার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিাপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয় ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে।
চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী। এছাড়াও কারিগরি বোর্ডের আরও ১২৫,০৫৯ জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থীকে অংশগ্রহণ করেছে।