প্রশ্ন সমাধান

সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে : এইচএসসি প্রস্তুতি

অষ্টম অধ্যায়

টিস্যু ও টিস্যুতন্ত্র

বহু নির্বাচনী প্রশ্ন

১। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম ও কর্ক ক্যাম্বিয়াম কিসের উদাহরণ?

ক) রিব ভাজক টিস্যু খ) প্লেট ভাজক টিস্যু

গ) শীর্ষস্থ ভাজক টিস্যু ঘ) পার্শ্বীয় ভাজক টিস্যু

২। কোন টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়?

ক) পার্শ্বীয় ভাজক টিস্যু খ) শীর্ষস্থ ভাজক টিস্যু

গ) রিব ভাজক টিস্যু ঘ) প্রারম্ভিক ভাজক টিস্যু

৩। পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ?

ক) মাস খ) রিব গ) প্লেট ঘ) প্রটোডার্ম

৪। কাজ অনুসারে ভাজক টিস্যুগুলো হলো—

i. গ্রাউন্ড মেরিস্টেম ii. প্রটোডার্ম

iii. প্লেট মেরিস্টেম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৫। মূলের বহিরাবরণকে কী বলে?

ক) এন্ডার্ক

খ) এক্সার্ক

গ) রোম

ঘ) এপিব্লেমা

৬। কাণ্ড ও পাতার বহিরাবরণকে কী বলে?

ক) এন্ডার্ক খ) এক্সার্ক গ) রোম ঘ) এপিডার্মিস

৭। বুলিফর্ম কোষ দেখা যায়—

i. গম ii. ভুট্টা iii. আখ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৮। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া কোনটি দ্বারা নিয়ন্ত্রিত?

ক) রক্ষীকোষ

খ) শ্বাসকুঠুরি

গ) বায়ুকুঠুরি

ঘ) সঙ্গীকোষ

৯। নিচের কোন উদ্ভিদে হাইডাথোড দেখা যায়?

ক) শসা খ) বেগুন গ) কচু ঘ) মরিচ

১০। পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে?

ক) কর্টেক্স

খ) পেরিসাইকল গ) মজ্জা

খ) মেসোফিল

১১। ক্যাসপেরিয়ান স্ট্রিপে বিদ্যমান—

i. কিউটিন

ii. সুবেরিন

iii. লিগনিন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১২। ফ্লোয়েমের মাথায় অবস্থানকারী স্ক্লেরেনকাইমা টিস্যুকে কী বলে?

ক) হার্ডবাস্ট খ) কর্টেক্স

গ) স্টিলি ঘ) পরিচক্র

১৩। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য—

i. কোষের নিউক্লিয়াস বৃহৎ ও ঘন সাইটোপ্লাজমযুক্ত

ii. আন্তঃকোষীয় ফাঁক থাকে না

iii. কোষগুলো আয়তাকার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১৪। মজ্জারশ্মির কাজ—

i. খাদ্য সঞ্চয় করা

ii. পানি ও খাদ্য পরিবহন করা

iii. যান্ত্রিক শক্তি প্রদান করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১৫। মেডুলারি রশ্মি কোথায় পাওয়া যায়?

ক) একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে

খ) দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে

গ) একবীজপত্রী উদ্ভিদ মূলে

ঘ) দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে

১৬। নগ্নবীজী উদ্ভিদ কাণ্ডের ভাস্কুলার বাল্ডল কোন ধরনের?

ক) সমপার্শ্বীয় মুক্ত খ) সমদ্বিপার্শ্বীয়

গ) সমপার্শ্বীয় বদ্ধ ঘ) অরীয়

১৭। ভুট্টা উদ্ভিদের কাণ্ডে নিচের কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?

ক) মুক্ত খ) বদ্ধ

গ) অরীয় ঘ) কেন্দ্রিক

১৮। কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল—

ক) অরীয়

খ) সমদ্বিপার্শ্বীয়

গ) হ্যাড্রোসেন্ট্রিক

ঘ) লেপ্টোসেন্ট্রিক

১৯। মূলের পরিবহন কলাগুচ্ছ কোন প্রকারের?

ক) সমপার্শ্বীয়

খ) সমদ্বিপার্শ্বীয়

গ) অরীয় ঘ) কেন্দ্রিক

২০। কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ?

ক) Pteris

খ) Lycopodium

গ) Selaginella

ঘ) Dracaena

২১। কোনটি হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ?

ক) Dracaena

খ) Riccia

গ) Yucca ঘ) Pteris

২২। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি?

ক) মূলত্বক কিউটিকলযুক্ত

খ) ভাস্কুলার বান্ডল সংযুক্ত

গ) অধঃত্বক অনুপস্থিত

ঘ) ভাস্কুলার বান্ডলের সংখ্যা চার

২৩। জাইলেম V বা Y আকৃতির দেখা যায় কোথায়?

ক) একবীজপত্রীর কাণ্ডে খ) দ্বিবীজপত্রীর কাণ্ডে

গ) একবীজপত্রীর মূলে ঘ) দ্বিবীজপত্রীর মূলে

২৪। প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইজোম যে বাদামি শল্কপত্র দ্বারা আবৃত থাকে তার নাম—

ক) ফ্রন্ড খ) পিনা গ) ক্রোজিয়ার

ঘ) র‌্যামেন্টাম

২৫। নিচের কোনটি অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ?

ক) পরিচক্র খ) বহিঃত্বক গ) অধঃত্বক ঘ) কর্টেক্স

 

উত্তর : ১. ঘ ২. খ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. ক।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group