মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ফলাফল ২০২৩-২০২৪ সেশন

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান রেজাল্ট ২০২৩-২০২৪ সেশন নিয়ে আজকে আলোচনা করা হবে। Medical MBBS Admission Question Answer 2023-2024 Session Has Been Published

কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে সব পরীক্ষার্থীর জন্য আলাদা সেটের প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা। তাই এবারের মেডিকেল প্রশ্ন সমাধান প্রেসে ছাপা হবে না। প্রশ্নফাঁস এড়াতে এবার এই পদক্ষেপের বাস্তবায়ন করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর।

পরীক্ষার মানবন্টনঃ মোট নম্বর = ৩০০ ।

পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর ।

S.S.C তে প্রাপ্ত GPA × 15 = 75. H.S.C তে প্রাপ্ত GPA × 25 = 125.

MCQ পদ্মতিতে লিখিত পরীক্ষা যারা কোন সরকারী মেডিকেল / ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের ৫ মার্ক কাটা যাবে

(এমবিবিএস / Medical MBBS Admission Question Solution 11 October 2024 মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ১১ অক্টোবর ২০১৯

Solution MBBS : Medical xm 2019 questions with solve
উত্তরঃ মেডিকেল এডমিশন টেস্টঃ২০১৯-২০
(যথাসম্ভব চেষ্টা করেছি নির্ভুল দেয়ার। অপশন না দেখে সো কিছু ভুল থাকতেই পারে।কারেক্ট করে দেয়ার অনুরোধ থাকলো)
৯২টা আন্সার আছে।
কারেকশনঃ
*৯.বৃহদান্ত
*২৩.জবা
*৭৫ নং Adjective হিসেবে ইউজ হয়েছে।
কার্টেসিঃ তাওহীদ ভাই,ডিএমসি

MBBS medical admission result Check Link Online Download  www.dghs.gov.bd/index.php/en/ and http://result.dghs.gov.bd/

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ফলাফল ২০২৩-২০২৪ সেশন

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ফলাফল ২০১৯-২০২০ সেশন

১. বাংলাদেশ কতসালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?

উত্তরঃ ১৯৯৭ সালে

২. চাপের SI একক কী?

উত্তরঃ প্যাসকেল ( Pascale)

৩. Past participle of swim is?

Ans: swum

৪. ইলেক্ট্রোন আয়নে কয়টি ইলেকট্রন আছে?

উত্তরঃ ১

৫. কোনটা অম্লধর্মী অক্সাইড?

উত্তরঃ B(OH)3

৬. কোনটি সিলোম্বিহীন পর্ব?

উত্তরঃ Fasciola Hepatica

৭. কবুতর কোন শ্রেণীর?

উত্তরঃ এভিস (Aves)

৮. গবলেট কোষ বেশি থাকে কোথায়?

উত্তরঃ বৃহদান্ত্রে

৯. Eerythromycin সৃষ্টি হয় কোঠা থেকে?

উত্তরঃ বৃক্কে (Kidney)

১০. ফরমালডিহাইড ও পটাশিয়ামকে উত্তপ্ত করলে কি তৈরি হয়?

উত্তরঃ মিথানোয়িক এসিড (HCOOH)

১১. পদ্মা সেতু নির্মাণের অর্থনৈতিক দায়িত্ব কে নেয়?

উত্তরঃ বাংলদেশ সরকর

১২. রংধনুতে কী হয় না?

উত্তরঃ বিরলিকরন

১৩. নিচের কোনটি যৌগিক পাতা নয়?

উত্তরঃ জবা

১৪. He has lost her x again, this is the second time this __.

উত্তরঃ has happened

১৫. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত?

উত্তরঃ কাইটিন

১৬. I am accustomed ___ such a life.

উত্তরঃ to

১৭. ‘চাকা ‘ কার সাথে সম্পর্কিত নয়?

উত্তরঃ তাম্র যুগ

১৮. মুক্তিযুদ্ধের সময় বাংলাদশ কয়টি সেক্টরে বিভক্ত ছিলো ?

উত্তরঃ ১১ টি

১৯. Which is not synonym of Ability?

উত্তরঃ Avail

২০. বাংলা একাডেমির পূর্বনাাম কি ছিল?

উত্তরঃ বর্ধমান হাউস

২১. মাইটোটিক কোষ বিভাজনে নিওক্লিয়াসের বিভাজনকে কি বলে?

উত্তরঃ ক্যারিওকাইনোসিস

২২. পরমশূন্য তাপমাত্রা কোনটি?

উত্তরঃ শূন্য কেলভিন, -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা -৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট

২৩. আন্তঃকশেরুকায় কোন ধরনের তরুনস্থী থাকে?

উত্তরঃ স্বেত তন্তু

২৪. কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে?

২৫. HCL ক্ষরণ করে কোন কোষ?

২৬. বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্ত হয়ে কত তারিখে দেশে আসেন?

উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২

২৭. জাতীয় সংসদের স্থপতি কে?

উত্তরঃ লুই আইকান

২৮. স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত?

উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে

২৯. গ্রহগুলো উপবৃত্তাকার পথে আববর্তিত হয় এটা কার সূত্র?

উত্তরঃ কেপলারের

৩০. Cycas এর সস্য?

উত্তরঃ Hopolid

৩১. নিচের কোনটি সিলোমবিহীন?

উত্তরঃ Fasciola

৩২. পানি থেকে বরফ হলে কি ধরণের পরিবর্তন হয়?

উত্তরঃ আয়তন বাড়ে, ঘনত্ব কমে

৩৩. স্টেইললেস ষ্টীলে ষ্টীল এর সাথে কি থাকে?

উত্তরঃ Ni

৩৪. নিচের কোনটি জারক ও বিজারক উভয়ই?

উত্তরঃ NO

৩৫. নিচের কোনটি আলাদা?

উত্তরঃ এড্রোনালিন

৩৬. প্যারাসিমপ্যাথেটিক Nerve কোনটি?

উত্তরঃ অকুলোমোটর

৩৭. Antonym of Refractory is?

উত্তরঃ Obedient

৩৮. নিচের কোনটি পানিতে দ্রবণীয়?

উত্তরঃ NH3

৩৯. অক্সিজেনের আইসোটোপ কয়টি?

উত্তরঃ ৩ টি

৪০. নিচের কোনটির আদি কোষ নেই?

উত্তরঃ ব্রায়োফাইডা

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।
এবারের পরীক্ষায় অংশ নেবে মোট ৭২ হাজার ৯২৮ ভর্তীচ্ছু শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার সাত হাজার ৯ জন বেশি। ৩৬টি সরকারি এবং ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজের মোট আসনসংখ্যা ১০ হাজার ৪০৪।

এর মধ্যে এবার ঢাকা মহানগরের পাঁচটি কেন্দ্রের ১১টি ভেন্যুতে ৩৫ হাজার ৯৮৫ জন এবং ঢাকার বাইরে ১৫টি জেলায় ৩৬ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে বলেছি। এবার ৮ পাতার দীর্ঘ প্রশ্নপত্র নয়, কেবল দুই পাতার একটি প্রশ্নপত্রে হবে পরীক্ষা।’
তিনি আরো বলেন, ‘এ ছাড়া নতুন পদ্ধতির পরীক্ষা আয়োজনের ফলে যতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে ঠিক ততটি আলাদা প্রশ্নপত্র রাখা হবে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group