প্রশ্ন সমাধানশিক্ষা নিউজ

মেডিকেল ভর্তি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: রসায়ন

মেডিকেল ভর্তি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: রসায়ন।মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। মেডিকেল ভর্তি শিক্ষার্থীদের জন্য শুভকামনা।

মেডিকেল ভর্তি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: রসায়ন

১. কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?-বেগুনী
২. জ্যামিতিক সমাণুতার শর্ত কোনটি?- প্রতিস্থাপিত এলকিন
৩. মিঠাপানির উৎস কোনটি?- দক্ষিণ মেরুর বরফ
৪. কোনটি তাড়িৎচৌম্বকীয় তরঙ নয়?- আল্ট্রাসাউন্ড
৫. 1000 ml পানিতে 58.5g NaCl দ্রবীভূত। দ্রবণকে কী বলা হয়?-১ মোলার দ্রবণ
৬. নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার তৈরী করা হয়? – NH4Cl and NH4OH
৭.ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেনের (DO) জন্য কোন বাক্যটি সঠিক? – জীবাণু উপস্থিতি DO বাড়িয়ে দেয়

৮. কোনটি অধিক সমযোজী?- AICI3
৯. পানির আয়নিক গুণফল কত?-10^-14
১০. ১০% Na2CO3 এর মোলারিটি কত? -0.943
১১. কোয়ান্টাম মেকানিক্সের নামকরণ করেন কে? -ম্যাক্স প্ল্যাংক
১২. কোনটির আয়নিকরণ শক্তি সর্বনিম্ন?- Cs 15. ইথানয়িক এনহাইড্রেট এর সংকেত কী?- CH3-COO-COO-CH3
১৩. নিচের দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২,২৫ ৬২। পৃথকীকরণ পদ্ধতি কোনটি?- আংশিক পাতন
১৪. নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই? -H2+12 = 2HI
১৫. স্থির তাপমাত্রায় দুই বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয়, তখন মিশ্রণের মোট চাপ কত হবে?- গ্যাস দুইটির আংশিক চাপের যোগফল
১৬. নিচের কোন এসিড ও ক্ষারকের বিক্রিয়াটি সঠিক?- HCl + NH3 = NH4+ + Cl

১৭. কোন স্তর সূর্যের uv রশ্মিকে বাধা দেয়?স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজন স্তর
১৮. নিচের কোনটি কার্বিল এমিন পরীক্ষা দেয়? – R-NH2
১৯. NH4+ + CI- এখানে অনুবন্ধী ক্ষারক কোনটি?- CI
২০. তীব্র এসিড ও দূর্বল ক্ষারের টাইট্রেশনের নির্দেশক কোনটি?-মিথাইল অরেঞ্জ –
২১. RCH2-Br+ NaOH (aq) এর বিক্রিয়া কোনটি? -কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
২২. হেক্সিন-৩ কোন ধরণের সমানুতা দেখায়?- সিস/ট্রান্স সমাণুতা
২৩. কোনো পরমাণুর ধণাত্মক আয়নে পরিণত হওয়ার শক্তিকে কী বলে?- আয়নীকরণ শক্তি
২৪. কোমটি অর্থ, প্যারা নির্দেশক?-Br
২৫. এমিনো এসিড ও কার্বোহাইড্রেট কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়?- কলাম ক্রোমাটোগ্রাফি

Medical Admission Test Suggestion 2022 Subject: Chemistry. Medical Admission Test Suggestion is given below. I am hopeful that you will get a common pass number and those who want to get less than a good number will solve the board question. You will find last year’s board questions in various suggestion guides and also from your senior siblings. Best wishes to medical admission students.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group