NU Honours 4th year CGPA Result ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।NU Honours 4th Year CGPA consolidated Result 2024 with Marksheet published today
যে সকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ,২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আজ ২৬/০৭/২০২১ইং তারিখ বিকাল ৪.০০টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট( (www.nu.ac.bd/results অথবা www.nubd.info) তে পাওয়া যাবে।
২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত (CGPA) ফলাফল 2024 প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি Honours 4th year CGPA Result
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯/০৭/২০২১ তারিখ সকাল ১০:০০টা হতে ২১/০৮/২০২১ রাত ১২:০০টা পর্যন্ত online এ আবেদন করা যাবে,
এবং ২২/০৮/২০২১ তারিখ বিকাল ০৪:০০টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না।
২০২৪ সালের অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি
উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- (আটশতটাকা)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services এ গিয়ে সোনালী সেবা। Pay Slip ক্লিক করুন। তারপর এনইউ Student fee থেকে Rescrutiny সিলেক্ট করুন।
বি:দ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।
Nu রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইটে CGPA/Rescrutiny Result অপশনে Bachelor Degree (Honours) 4th Year সিলেক্ট করে এ ফলাফল চেক করবেন।