শিক্ষক নিয়োগের জটিলতা নিরসনে পদক্ষেপ নেয়া হবে

দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের জটিলতা নিরসনে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষক পদ শূন্য থাকলেও গত দু’বছর থেকে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত এক বছর আগে শূন্য পদের তালিকা সংগ্রহ করলেও নানা জটিলতায় নিয়োগ কার্যক্রম এখনও শুরু হয়নি। এ বিষয়ে দৈনিক শিক্ষার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান বদলি (অবসর) হওয়ার পর অনেকদিন এ পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে।

তিনি আরও বলেন, এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা রয়েছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। সব সমস্যাগুলো নিরসনে দ্রুত পদক্ষেপ নেব।

জানা গেছে, সারাদেশে ৫৮ হাজারের বেশি শিক্ষক শূন্যপদের তালিকা এনটিআরসিএতে এসেছে গত ফেব্রুয়ারিতে। এরপর আইনি জটিলতায় শিক্ষক নিয়োগ আটকে আছে। গত ১১ মাসে শূন্যপদের সংখ্যা বেড়েছে। এদিকে নিবন্ধিত প্রার্থীরাও শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দাবি জানিয়েছেন। তারা দ্রুত শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group