NTRCA

১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতকরণ ও প্রেরণ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ । ১৬তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতকরণ ও প্রেরণ নিয়ে আজকে লোচনা করা হবে।

প্রয়োজনীয় তথ্য উপাত্ত  প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর এখনও তারিখ দেওয়া হয়নি তবে তারিখ প্রকাশিত হলে আমরা জানিয়ে দিবো । তবে এখুনি প্রয়োজনীয় কাজপত্র ঠিক করে রাখা ভাল এই জন্য আমরা আগেই জানিয়ে দিচ্ছি।

খ. প্রয়োজনীয় সনদ/ Documents:
১. Online-এ পূরণকৃত আবেদন ফরম (NTRCA Applicant’s Copy) এর হার্ডকপি;
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে খামে ভরে যথেষ্ট সময় হাতে রেখে ডাকযোগে নিম্ন ঠিকানায় পাঠাতে হবে।
৩. স্নাতক (পাস/ সম্মান) পর্যায়ের নম্বরপত্র (মার্ক শিট। টেবুলেশন শিট) ফটোকপি;
৪. কেবল সহকারী শিক্ষক পদসমূহের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক Online আবেদনপত্রে উল্লিখিত Optional Subject-এর স্বপক্ষে প্রমাণ।
স্বরূপ স্নাতক (পাস/ সম্মান) পর্যায়ের প্রবেশপত্র/ পত্ৰসমূহ;

৫. নাগরিকত্ব সনদপত্র;

৬. প্রযােজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র;

৭. জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ।
গ. আবেদনপত্রের হার্ডকপি কোনক্রমেই হাতে হাতে এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে না।
ঘ. প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের হার্ডকপি প্রেরণের ক্ষেত্রে খামের উপরে “১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর আবেদনপত্র লিখতে হবে।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ


ঙ. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ১০ (খ) অনুচ্ছেদে বর্ণিত সনদসমূহের মূলকপি এবং কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্য যে কোন সনদের মূলকপি

মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন।
চ. মৌখিক পরীক্ষার সময় ১০ (খ) অনুচ্ছেদে বর্ণিত সনদপত্রসমূহের মূলকপি প্রদর্শনে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিল হবে।
ছ. প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ (কমপক্ষে ৪০% নম্বরপ্রাপ্ত) প্রার্থীগণের সনদপত্রসমুহ ও সংশ্লিষ্ট কাগজপত্রের হার্ডকপি এনটিআরসিএ কর্তৃক যাচাই-এর পর কেবল ত্রুটিমুক্ত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার যােগ্য হিসেবে বিবেচিত হবেন।
এখানে উল্লেখ্য যে, সকল কাগজপত্র প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে।

কাগজপত্র পাঠাতে হবে ডাকযোগে, হাতে হাতে দিলে হবে না। কাগজপত্র পাঠাবেন স্কুল-২ পর্যায়ের প্রার্থীগণকে হার্ডকপি সাদা খামে,স্কুল পর্যায়ের প্রার্থীগণকে হার্ডকপি খাকি খামে এবং কলেজ পর্যায়ের প্রার্থীগণকে হলুদ খামে প্রেরণ করতে হবে। আর খামের উপর অবশ্যই বড় লিখবেন ” ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ এর আবেদন পত্র

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের হার্ডকপি জমাদান প্রসঙ্গে

প্রিলিমিনিয়ারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন লিখিত রঙের খামে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। ১৫ তম নিবন্ধন পর্যন্ত স্কুল-কলেজ উভয়ের জন্যই শুধু খাকি কালারের খাম ব্যবহার করলেও ১৬ তম থেকে তা ভিন্ন হবে। নিম্নে কালার উল্লখে করে দেয়া হলোঃ
i) স্কুল-২ পর্যায়= সাদা খাম
ii)স্কুল পর্যায় =খাকি খাম
iii)কলেজ পর্যায়= হলুদ খাম

যে ঠিকানায় কাগজপত্র সংবলিত চিঠি পাঠাবেন নিম্নে তা দেয়া হল:

প্রাপক:
ঢাকা জি.পি.ও বক্স নম্বর -১০৩
ঢাকা-১০০০।

বি.দ্রঃ শুধুমাত্র NTRCA Applicant কপির মূলকপি পাঠাবেন। অন্যান্য সার্টিফিকেট, মার্কশীট, এডমিট কার্ড,ভোটার আইডি,জন্ম নিবন্ধন আইডি ইত্যাদির মূল কপি কোনক্রমেই পাঠাবেন না। এগুলো ফটোকপি করে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে তারপর পাঠাবেন।আর হাতে যথেষ্ট সময় রেখে পাঠাবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group