এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: অর্থনীতি ২য় পত্র। এইচএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।
এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: অর্থনীতি ২য় পত্র
১. জনাব তাজুল অর্থনীতির ক্লাসে বললেন, দেশে জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নানাবিধ উন্নয়নের জন্য সরকার বিভিন্ন মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে থাকে। তবে দেশের প্রকৃত উন্নয়ন নির্ভর করে পরিকল্পনাগুলো বাস্তবায়নের ওপর।
ক. দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?
খ. স্বল্পমেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত রচনা করে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনার সময়ভিত্তিক শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব ব্যাখ্যা কর।
২. সালাম আমেরিকাপ্রবাসী। তার বাংলাদেশি বন্ধু জাহিদ আমেরিকা বেড়াতে গেছে। সালাম তার বন্ধুকে বলল, আমেরিকা কত সুন্দর ও সমৃদ্ধশালী। তোমরা অনুন্নতই রয়ে গেলে। জাহিদ জবাবে বলল, বাংলাদেশের অবস্থা এখন আগের মতো নেই। বিশ্বমন্দার পরও কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধি, কারিগরি জ্ঞানের প্রসার, শিক্ষার হার বৃদ্ধি হয়েছে। বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে। দেশের মদারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
ক. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
খ. মূলধনের স্বল্পতাই কি অর্থনৈতিক পশ্চাৎপদতার প্রধান কারণ? ব্যাখ্যা কর।
গ. তুমি কি মনে কর বাংলাদেশ একটি উনড়বয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
ঘ. দারিদ্র্য বিমোচনে উদ্দীপকে গৃহীত সরকারি পদক্ষেপ কি যথেষ্ট বলে মনে কর? মতামত দাও।
৩. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে যে শিল্পের কথা বলা যায় তা হলো তৈরি পোশাক শিল্প। সহজলভ্য শ্রমের প্রাপ্তি শিল্পের সম্প্রসারণে সহায়ক হয়েছে। শ্রম অসন্তোষ, নিম্ন মজুরি, কাজের উন্নত পরিবেশ না থাকা সত্ত্বেও আমাদের রপ্তানি বাণিজ্যে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করতে পারলে, এ শিল্পের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
ক. মাইক্রো শিল্প কী?
খ. আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্প সংরক্ষণে ভূমিকা রাখে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো ব্যতীত বর্ণিত শিল্পের অন্যান্য সমস্যাগুলো কী? বর্ণনা কর।
ঘ. আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে এ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা আরও উজ্জ্বল হবে? তা বিশ্লেষণ কর।
৪. বর্তমানে সমাজে একশ্রেণির অসাধু ও অতি মুনাফালোভী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। যারা মানুষের ভালো-মন্দ বিবেচনা না করে খাদ্যশস্যে ‘ভেজাল’ দিচ্ছে। নকল ও নিম্নমানের দ্রব্য উৎপাদন করছে। পচনশীল দ্রব্যে ফরমালিন ও ক্ষতিকর কেমিক্যাল মিশাচ্ছে অতি মুনাফার আশায়। সম্প্রতি দেশে সচেতন জনগণ, মিডিয়া এবং এনজিওসমূহ নিরাপদ খাদ্যের পক্ষে সোচ্চার হয়েছে।
ক. খাদ্যের ক্রয়যোগ্যতা কী?
খ. খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট?
গ. উদ্দীপকের আলোকে দেশের খাদ্য অ-নিরাপদের দিকগুলো আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মাধ্যমসমূহ কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে? বিশ্লেষণ কর।
৫. ‘FSSL’ নামে একটি কোম্পানি তাদের মূলধন বৃদ্ধির লক্ষ্যে IPO-এর মাধ্যমে শেয়ার বিক্রি করে। যা লটারির মাধ্যমে জনাব শফিক লাভ করেন। উক্ত শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ায় জনাব শফিক ব্রোকার হাউজের মাধ্যমে শেয়ারবাজারে তার শেয়ার বিক্রি করলে তা জনাব রতন ক্রয় করেন।
ক. অর্থায়ন কী?
খ. অর্থায়নের ক্ষেত্রে বাহ্যিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে জনাব শফিক ও জনাব রতনের শেয়ারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বাজারের সাথে বন্ড/ ঋণপত্রের বাজারের তুলনামূলক বিশ্লেষণ কর।
৬. ২০১৫ সালে একটি দেশের আর্থিক GNP ৫০০০ কোটি ডলার এবং প্রকৃত GNP ৪৫০০ কোটি ডলার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির সরকার সরকারি ব্যয় হ্রাস, ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি, অর্থের যোগান হ্রাস এবং
উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছেন।
ক. চাহিদাজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বোঝ?
খ. মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের সম্পর্ক কিরূপ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তথ্যের আলোকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়নে কতটুকু কার্যকর হবে বলে তুমি মনে কর? আলোচনা কর।
৭. ঢ দেশে প্রচুর বৈদেশিক সাহায্য এসেছে। কিন্তু দেখা গেছে এই সাহায্যের যথাযথ ব্যবহার হয়নি। ফলে ওই দেশের আর্থসামাজিক অবকাঠামোর তেমন কোনো উন্নয়ন হয়নি। বরং দাতারা বারবার অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করেছে। শর্তমুক্ত বৈদেশিক সাহায্য ও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করলে দেশটি এগিয়ে যেতে পারত।
ক. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
খ. ইপিজেড বলতে কী বোঝায়?
গ. বৈদেশিক সাহায্য নয়, বৈদেশিক বাণিজ্যই একটি দেশকে উনড়বয়নে এনে দিতে পারে- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. বৈদেশিক সাহায্যের ক্ষতিকর প্রভাবসমূহ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৮. রহমান সাহেব একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন। তিনি যে বেতন ও ভাতাদি পেয়ে থাকেন তার ওপর নির্ধারিত হারে কর প্রদান করেন। অন্যদিকে, একজন সাধারণ মানুষও সরকারকে বিভিন্নভাবে কর প্রদান করে থাকে সরকারি ব্যয় নির্বাহের জন্য কর ছাড়াও অন্যান্য উৎস থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে।
ক. সম্পূরক শুল্ক কি?
খ. সরকার কেন ঋণ করে থাকে?
গ. রহমান সাহেবের প্রদেয় কর কোন ধরনের কর নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. সরকারের অন্যান্য আয়ের উৎসগুলো সম্পর্কে বিশ্লেষণ কর।
৯. তানভির একদিন পত্রিকায় এক বিশিষ্ট অর্থনীতিবিদের কলাম পড়তে গিয়ে লক্ষ করেন যে, ২০০৫-২০১০ সালের মধ্যে বাংলাদেশে বড় আকারে দারিদ্র্য হ্রাস গ্রাম অঞ্চলের চেয়ে বেশি। কিন্তু বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করতে হলে দারিদ্র্যের হার আরও হ্রাস করতে হবে।
ক. স্বল্পমেয়াদি পরিকল্পনা কি?
খ. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
গ. উপরের উদ্দীপকের ভিত্তিতে দেখাও যে কিভাবে দারিদ্র্য দূরীকরণ পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করে।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা কি দারিদ্র্য দূরীকরণে ফলপ্রসূ যুক্তি দাও।
১০. প্রতি বছরই ‘অ’ দেশের সরকার দেশের উন্নয়ন পরিকল্পনাকে সচল রাখার জন্য বিশাল আকারের ঘাটতি বাজেট প্রণয়ন করেন। যার ব্যয় নির্বাহের জন্য দেশি বিদেশি বিভিন্ন উৎস হতে ঋণ গ্রহণ করতে হয়।
ক. সরকারি অর্থব্যবস্থা কী?
খ. মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত দেশটির সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘অ’ দেশের সরকারের যে দুই ধরনের ঋণের উৎসের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।
১১. জিশানের দেশের সরকারের ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় মোকাবিলা করার জন্য আয়কর, ভ্যাট, জমি রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি, জরিমানা ও সেতুর টোল ইত্যাদি বৃদ্ধি করেছে। তাতেও সংকুলান না হলেও কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সুযোগ রয়েছে।
ক. সরকারি অর্থব্যবস্থা কী?
খ. প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ কর জনপ্রিয় কেন?
গ. উদ্দীপক অনুসারে সরকারের আয়ের উৎসের প্রকৃতি নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান থেকে সরকার ঋণ গ্রহণ করলে অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
১২. সাম্প্রতিককালে সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, প্রতিরক্ষা এবং সামাজিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেজন্য এসব খাতের বরাদ্দ বাড়ানো হচ্ছে। এসব ব্যয় নির্বাহের জন্য সরকার অনেক সময় দেশের জনগণ, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। তাছাড়া সরকার বৈদেশিক সরকার ও আন্তর্জাতিক সংস্থা থেকেও ঋণ নেয়।
ক. সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?
খ. মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
গ. উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর। বাংলাদেশের জন্য কোন ধরনের ঋণ উত্তম বলে তুমি মনে কর।
১৩. শফিক কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে গ্রামে এসে একটি দুগ্ধ খামার দেয়। কিন্তু তার বাবা সেটা মেনে নিতে পারেন নি। তিনি চান যে তার ছেলে বড় কোনো চাকরি করুক। কিন্তু শফিকএর
ভাবনা ঠিক উল্টো। তাই এটা নিয়ে প্রায়শই পিতা-পুত্রের মধ্যে স্নায়ুযুদ্ধ হয়।
ক. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
খ. নিট অভিবাসন পরিমাপের সূত্রটি লিখ।
গ. উদ্দীপকে শফিক কোন ধরনের কর্মসংস্থান বেছে নিয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. শফিকের এ সিদ্ধান্ত কতটুকু সুদূরপ্রসারী সে বিষয়ে তোমার ধারণা বিশ্লেষণ কর।
১৪. ‘ক’ একটি উনড়বয়নশীল দেশ। এদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যশস্য আমদানি করতে হয়। সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য সমস্যা সমাধানের চেষ্টা করছে। এ লক্ষ্যে সার, কীটনাশক ও অন্যান্য উপকরণে ভর্তুকি দিচ্ছে। তবে আশার কথা হলো ‘ক’ দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা দেখে মনে করা হয় খাদ্যশস্য আমদানি করা হলেও ধীরে ধীরে তা কমতে থাকবে।
ক. FAO কোন ধরনের সংস্থা?
খ. মজুদের ওপর খাদ্য নিরাপত্তা নির্ভর করে- বুঝিয়ে লেখ।
গ. ‘ক’ দেশের খাদ্য সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. খাদ্যে দ্রুত স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ ছাড়া আরও যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বিশ্লেষণ কর।
১৫. ‘ক’ হাসপাতালের প্রাথমিক শেয়ারের মূল্য ডা. মারিয়া প্রতিটি শেয়ার ২০০০ টাকা দরে ক্রয় করেন। কিন্তু শেয়ারের দর পতনের কারণে তিনি ১৭৫ টাকা দরে উক্ত শেয়ার বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন।
ক. রাইট শেয়ার কাকে বলে?
খ. অর্থায়ন কেন করা হয়?
গ. ডা. মারিয়ার ক্রয়কৃত শেয়ার ও বন্ডের মধ্যে যে পার্থক্য রয়েছে তা উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে ডা. মারিয়ার শেষোক্ত বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ- ব্যাখ্যা কর
১৬. উন্নয়ন পরিকল্পনা ছাড়া কোনো দেশই অর্থনৈতিক উন্নয়নয়ের লক্ষ্যে পৌঁছাতে পারে না। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর মেয়াদে একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনায় গৃহীত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথ প্রশস্ত হয়। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি অনেকটা মজবুত হয়েছে।
ক. উন্নয়ন পরিকল্পনা কী?
খ. মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ধারণা দাও।
গ. উদ্দীপকে কোন উনড়বয়ন পরিকল্পনার কথা বলা হয়েছে? এ পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য কি কি ছিল? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনার লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন সম্ভব হয়নি কেন? বাখ্যা দাও।
১৭. ছবুর মিয়া একজন গরিব কৃষক। সবেমাত্র বোরো মৌসুমের ধান ঘরে উঠেছে। কিন্তু ছবুর মিয়ার ভীষণ মন খারাপ। ধান বিক্রি করে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। ছবুর মিয়ার এ মনোকষ্ট দেশের অর্থনীতির জন্য আশনি সংকেত। বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে এ সমস্যা কৃষি উনড়বয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ক. কৃষির উপখাত কয়টি?
খ. কৃষি বৃহৎ উপখাত কোনটি ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকে ছবুর মিয়া কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হয় তার ব্যাখ্যা দাও।
ঘ. ছবুর মিয়ার সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে কর? ব্যাখ্যা দাও।
The hsc exam is given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to the HSC students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.