Notice Boardশিক্ষা নিউজ

শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড 2022

শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড 2022 একাদশ শ্রেণিতে পঞ্চম ও শেষ ধাপে অনলাইনে ভর্তির আবেদন মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ দিন আগামী ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত। গত রবিবার (১৩ মার্চ) আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের শিক্ষা বোর্ডগুলোর ভর্তি সংক্রান্ত http://www.xiclassadmission.gov.bd/ ওয়েবসাইট অনুসরণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড 2022

অনলাইন আবেদনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।

এ বিষয়েঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা এর আগের চারটি ধাপে আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য এই পর্যায়ে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২০২২ সালে ৬ষ্ঠ শ্রেণিতে ও ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত উপবৃত্তি যোগ্য শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি শুরু হয়েছে। উপবৃত্তির জন্য এসব শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করে তাদের তথ্য এইচএসপি এমআইএস সফটওয়্যারে এন্ট্রির নির্দেশ দিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। প্রতিষ্ঠানের পর্যায়ের গঠিত কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই, তালিকা প্রণয়ন ও তালিকায় থাকা শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে বিষয়টি জানিয়ে ইতোমেধ্যে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group