শিক্ষা খবরশিক্ষা নিউজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ২৮ মার্চ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ২৮ মার্চ।২০২০-২১ সালে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে। ক্লাস শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে যারা ক্লাসে উপস্থিত হতে পারবে না, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে।’এ সময়ের মধ্যে যারা ক্লাসে উপস্থিত হতে ব্যর্থ হবে তাদের তালিকা বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক রেজিস্ট্রার বরাবর আগামী ২১ এপ্রিলের মধ্যে পাঠানোর বিষয়টিও বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Classes at The Noakhali University of Science and Technology will begin on March 28. Classes for first-year undergraduate honours students in 2020-21 will begin from March 28. For those who cannot attend classes within 15 working days of the commencement of classes, their admission will be cancelled as per the Education Ordinance. “The notification also said that the list of those who fail to attend classes during this period will be sent by the divisional chairman along with the registrar by April 21. Classes for students admitted in the first year undergraduate (honours) class of Noakhali University of Science and Technology (Nobiprobi) 2020-21 will begin from March 28. The Registrar of the University, Md. The university administration has confirmed this through a circular signed by Jasim Uddin.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group