শিক্ষা খবরশিক্ষা নিউজ

স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজে ক্লাস পরিচালনার নির্দেশ

স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজে ক্লাস পরিচালনার নির্দেশ।করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজগুলোতে ক্লাস পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। আর স্কুল-কলেজের ক্লাসে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে শিক্ষা কর্মকর্তাদের ও প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে অংশ নেয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া আসা করবে সেই বিষয়ে শিক্ষানীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিং দেয়ার ব্যবস্থা করতে হবে।প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখতে হবে। প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতিষ্ঠানের সকল ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখার ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীদের জন্য বিতরণকৃত অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথারীতি চলবে। শিক্ষার্থীদের ক্লাস রুটিন ইতোপূর্বে পাঠানো নির্দেশনা মোতাবেক প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য প্রতিষ্ঠানের সবগুলো প্রবেশ বা প্রস্থান মুখ ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। যদি কেবল একটি প্রবেশ বা প্রস্থান মুখ থাকে সেক্ষেত্রে একাধিক প্রবেশ বা প্রস্থান মুখের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে।শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে সেসব শিক্ষার্থী সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে অতিমারি সম্পর্কিত স্বাস্থ্যবিধি পালনে করণীয় বিষয়ে ব্যানার বা অন্য কোন উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সব শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখবে।শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপ, সব প্রবেশ ও প্রস্থান পথ ব্যবহারের ব্যবস্থা, আইসোলেশন রুম প্রস্তুর রাখা, স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষার্থীদের ব্রিফিং দেয়াসহ ২০ দফা নির্দেশনা জারি করেছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া এর আগে অতিমারির সময় শ্রেণি কার্যক্রম পরিচালনার গাইড লাইন প্রকাশ করা হয়েছিলো। সেই গাইডলাইন ও নতুন ২০ দফা নির্দেশনা বাস্তবায়ন করে সব স্কুল-কলেজকে পরিচালনা করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

Instructions to conduct classes in schools and colleges in accordance with the health rules. Due to the reduction in the rate of corona infection, physical classes of students have started in schools and colleges from last 22nd February. In this situation, it has been instructed to conduct classes in schools and colleges in compliance with the health rules. The Department of Secondary and Higher Education has instructed the field level education officers and heads of institutions to ensure compliance with hygiene rules in school-college classes. The directive has been issued by the department to the education officials and heads of institutions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group