শিক্ষা খবরশিক্ষা নিউজ

জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৬ ফেব্রুয়ারি

জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৬ ফেব্রুয়ারি। ২০২১ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের (২০২১ সালের জেএসসি পরীক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্ড বিতরণ চলবে।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতিসহ সর্বশেষ স্বীকৃতি নবায়নের পত্র এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে। উল্লেখিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা বোর্ডের আওতাধীন অনুমোদিত সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিতরণ করা হবে। এ সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।

Distribution of registration cards to JSC candidates on 8th February. Distribution of registration cards for 8th class students of 2021 (JSC candidates of 2021) will start on 6th February. The distribution of the cards will continue till February 26. This information was given in an emergency notification signed by the school inspector of the Board of Secondary and Higher Education Prof. Mohammad Abul Mansur Bhuiyan on Tuesday (February 2).

The letter of renewal of the latest recognition along with the first recognition of the educational institution and the approval letter of the committee should be submitted. Failure to collect the registration card within the stipulated date will result in legal action being taken against the educational institution. Registration cards for class VIII students will be distributed from February 8 to February 26 this year in all the approved secondary level educational institutions under Dhaka Board. During this period registration card has to be collected through the head or representative of the educational institution.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group