ভর্তি তথ্যশিক্ষা নিউজ

মাদক রোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট করা হবে

মাদক রোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট করা হবে, এ জন্য আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট কার্যকর করা হবে কি না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জিরো টলারেন্সের কথা বলছিলেন আমরা আগেই পুলিশ বাহিনীতে ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম। আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ যাদের হবে সিভিল সার্জন যে টেস্ট করেন সেখানে ডোপ টেস্টও করবেন। সেটাও করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটার আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলোপ করতে হবে, সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি। ইউনিভার্সিটির ক্ষেত্রে আইন তৈরি করা হচ্ছে, আইনে এটা থাকবে। মেডিকেল টেস্ট করা হবে ভর্তি সময়, তার মধ্যে ডোপ টেস্টও করা হবে।

old news:মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তিতে সেই সিদ্ধান্ত উপেক্ষিত। শিক্ষার্থীদের ডোপটেস্ট ছাড়াই একাদশ শ্রেণিতে ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে। যদিও সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে নেয়া আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের বিষয়ে অনেক আগেই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়টি গতবছরই সব সরকারি-বেসরকারি স্কুল কলেজ ও মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছিল। তবুও একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় ডোপ টেস্টের বিষয়টিই অন্তর্ভুক্ত হয়নি। এ বিষয়ে দৈনিক আমাদের বার্তার প্রশ্ন শুনে ভর্তিকর্তারা যেন আকাশ থেকে পড়েছেন। তারা আমতা আমতা করে বলেছেন, এ বিষয়ে পত্র-পত্রিকায় দেখেছেন কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের লিখিত কোনোনির্দেশনা পাননি। অনুসন্ধানে জানা যায়, ডোপ টেস্ট বিষয়ক সরকারি সিদ্ধান্ত অনেক আগেই স্কুল-কলেজ পর্যায়ে চিঠি আকারে পাঠিয়েছে অধিদপ্তরগুলো।

এদিকে অভিভাবকসহ সংশ্লিষ্টরা বলছেন, এসএসসি উত্তীর্ণ হওয়ার পরই শিক্ষার্থীদের মানসিক পরিবর্তন দেখা যায়। এই বয়সটা খুবই সেনসেটিভ। এ পর্যায়েই এসএসসি পাসের পর ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বেশিরভাগ শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়েন। তাই মানসিক পরিবর্তনের এ সময়ে কলেজে ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক হলে শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে বলে মনে করছেন অভিভাবকরা।

ডোপ টেস্টের বিধান যুক্ত হলে কলেজ ভর্তিতে শিক্ষার্থীদের খরচ এক হাজার টাকা বাড়লেও অভিভাবকরা বলছেন, এতে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমবে। ডোপ টেস্ট করে শিক্ষার্থী ভর্তির বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারাও। তারা বলছেন, সঠিক সমন্বয় ও একটু আন্তরিক হলে কলেজ ভর্তিতেও ডোপ টেস্ট করা যেতো।

To build a drug-free Bangladesh, the government decided to make the dopest mandatory in student admissions in all educational institutions of the country, including universities. But that decision was ignored in the admission of class XI in colleges and madrasas. Initiatives have been taken to admit students in class XI without dopest. However, the Ministry of Education has directed to take action on the decision of the Cabinet Committee on Law and Order to make dope tests compulsory for admission of students in all universities and educational institutions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group