শিক্ষা নিউজ

দাখিল/মাদ্রাসা -৬ষ্ঠ/৭ম/৮ম/৯ম/১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২১ রুটিন,সময়সূচি /সিলেবাস/নম্বর বন্টন

দাখিল/মাদ্রাসা -৬ষ্ঠ/৭ম/৮ম/৯ম/১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২১ রুটিন,সময়সূচি /সিলেবাস/নম্বর বন্টন
উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আগামী ২৪/১১/২০২১ খ্রি . থেকে ৩০/১১/২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে দাখিল ৬ ষ্ঠ শ্রেণি থেকে দাখিল ৯ ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক – নির্বাচনী পরীক্ষা ২০২১ গ্রহণ করতে হবে । এতদবিষয়ে নিম্নলিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে

১. কুরআন মাজিদ ও তাজভিদ , বাংলা , ইংরেজী এবং সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে ;

২. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের ;

৩. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ৩০ মিনিট;

৪. সিলেবাস :

যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট ( কুরআন মাজিদ ও তাজভিদ , বাংলা , ইংরেজী এবং সাধারণ গণিত বিষয় ) দেওয়া হয়েছে সে সকল অধ্যায় এবং ১২/০৯/২০২১ খ্রি . হতে শ্রেণিকক্ষে যে সকল অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা দাখিল ৬ষ্ঠ থেকে দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস ;

দাখিল/মাদ্রাসা -৬ষ্ঠ/৭ম/৮ম/৯ম/১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২১ রুটিন,সময়সূচি /সিলেবাস/নম্বর বন্টন

৫. বার্ষিক / নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস হবে নিম্নরূপ :

( ক ) কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের নম্বর হবে- ৫০ ( লিখিত ৩৫ + MCQ 15 ) ;

( খ ) বাংলা ( ১ ম ও ২ য় পত্র ) বিষয়ের নম্বর হবে- ৫০ ( লিখিত ৩৫ + MCQ ১৫ ) ;

( গ ) ইংরেজী ( ১ ম ও ২ য় পত্র ) বিষয়ের নম্বর হবে- ৫০ ( ১ ম পত্র ৩০ + ২ য় পত্র ২০ ) ;

( ঘ ) সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে- ৫০ ( লিখিত ৩৫ + MCQ ১৫ ) ;

( ঙ ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে এবং

( চ ) বার্ষিক পরীক্ষায় দাখিল ৭ম শ্রেণি থেকে দাখিল ১০ ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিস্কার – পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে । উল্লেখ্য , দাখিল ৬ ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিস্কার – পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করতে হবে ;.

( ছ ) অর্থাৎ মোট ১০০ নম্বরের ( ৫০ + ৪০ + ১০ ) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে ;

৬। ২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ব্যতিত অন্য কোন পরীক্ষা নেয়া যাবে না ;

৭। অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে । পরীক্ষা সমাপনান্তে রিপোর্ট দাখিল করবেন ।

দাখিল ষষ্ঠ থেকে ৯ম/দশম শ্রেনীর বার্ষিক পরীক্ষা ২৪ নভেম্বর ২০২১ থেকে শুরু সিলেবাস,নম্ভর বিন্যাস প্রকাশ (PDF)

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group