শিক্ষা খবরশিক্ষা নিউজ

সংক্রমণের হার পাঁচের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে। বিভিন্ন মহলের চাপ আছে, আন্দোলনের হুমকি আছে। তবে পরিবেশ অনুকূলে না এলে কোনো ঝুঁকি নেয়া হবে না।

শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় আটকে থাকা পরীক্ষা শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না।’ বিশেষজ্ঞরাও এরকম মত দিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলর সব প্রস্তুতি আছে। কিন্তু করোনা সংক্রমণের হার পাঁচের নিচে না নামলে সম্ভব নয় বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এবারের ঈদযাত্রায় সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার পক্ষেই মত বেশি। তবে বিশ্ববিদ্যালয়ের বাকি থাকা পরীক্ষাগুলো নেয়ার বিষয়ে অনুমতি দেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group